Advertisement
০৬ মে ২০২৪

নেট-খরচে গ্রামে ছাড় দিতে প্রস্তাব ট্রাইয়ের

বৈষম্যের কারণে ‘নিরপেক্ষ নেট’ সংক্রান্ত বিধি ভাঙার অভিযোগ তুলে ফেসবুক ফ্রি-বেসিকস ও এয়ারটেল জিরো-র মতো পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করেছিল তারা।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৬ ০২:৩৯
Share: Save:

বৈষম্যের কারণে ‘নিরপেক্ষ নেট’ সংক্রান্ত বিধি ভাঙার অভিযোগ তুলে ফেসবুক ফ্রি-বেসিকস ও এয়ারটেল জিরো-র মতো পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করেছিল তারা। কেন্দ্রের নগদহীন অর্থনীতির স্বপ্ন সফল ভাবে বাস্তবায়িত করতে সেই ট্রাই-ই গাঁ-গঞ্জের গ্রাহকদের মাসে প্রায় ১০০ এমবি নেট সংযোগ সরকারি খরচে দেওয়ার সুপারিশ করল। তবে নিখরচায় নির্দিষ্ট মাপের এই সংযোগ দেওয়ার ক্ষেত্রে যাতে বৈষম্য মাথাচাড়া না-দেয়, সে জন্য তৃতীয় পক্ষকে সেই দায়িত্ব দেওয়ার পক্ষে সওয়াল করেছে টেলিকম নিয়ন্ত্রকটি। তাদের হিসেব, ৫ কোটি গ্রামীণ গ্রাহককে ১০০ এমবি দিতে মাসে লাগবে ৬০০ কোটি টাকা। এই খরচ জোগাড়ে ‘ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ড’-এর তহবিল কাজে লাগানোর কথাও বলেছে ট্রাই। যার আওতায় টেলি সংস্থাগুলির থেকে সেস আদায় করে সরকার। এবং সেই তহবিল কাজে লাগায় প্রত্যন্ত এলাকাগুলিতে টেলি পরিষেবার পরিকাঠামো গড়তে।

ট্রাইয়ের দাবি, নগদহীন লেনদেন বাড়াতে গ্রামের মানুষকে নেট ব্যবহারের সুযোগ দিতে হবে। যেহেতু আর্থিক কারণে তাঁরা সেটা পারেন না, তাই তাঁদের নেট বাবদ খরচ কমানোর ব্যবস্থা করা চাই। খরচ কম হলে তবেই নগদ লেনদেনের অভ্যাস থেকে সরার রাস্তা তৈরি হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TRAI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE