Advertisement
০৩ মে ২০২৪

বৈদ্যুতিক গাড়িতে ভর্তুকি-শর্ত কেন্দ্রের

ভারী শিল্প মন্ত্রক জানিয়েছে, যে সমস্ত তিন ও চার চাকার গাড়ি গণ পরিবহণে ব্যবহার করা হবে, সেগুলির ক্ষেত্রেই ওই ভর্তুকি মিলবে। ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে তা পাওয়া যাবে শুধু দু’চাকার গাড়িতে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ০২:২৪
Share: Save:

বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে উৎসাহ দিতে এপ্রিল থেকে দেশে চালু হচ্ছে দ্বিতীয় পর্যায়ের ফেম (ফেম-২) প্রকল্প। এতে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক গাড়িতে ভর্তুকি দেবে কেন্দ্র। ভারী শিল্প মন্ত্রক জানিয়েছে, যে সমস্ত তিন ও চার চাকার গাড়ি গণ পরিবহণে ব্যবহার করা হবে, সেগুলির ক্ষেত্রেই ওই ভর্তুকি মিলবে। ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে তা পাওয়া যাবে শুধু দু’চাকার গাড়িতে।

আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে নতুন এই প্রকল্প। তিন বছরে এর আওতায় কেন্দ্রের মোট ১০,০০০ কোটি টাকার আর্থিক উৎসাহ দেওয়ার কথা। ৫ লক্ষ টাকা পর্যন্ত দামের ৫ লক্ষ ই-রিকশয় ভর্তুকি মিলবে ৫০,০০০ টাকা করে। ১৫ লক্ষ টাকা পর্যন্ত দামের ১.৫ লক্ষ চার চাকার গাড়িতে ভর্তুকি মিলবে ৩৫,০০০ টাকা করে। সব ক্ষেত্রেই অবশ্য কারখানা থেকে বেরনো গাড়ির দাম ধরা হয়েছে।

ভারী শিল্প মন্ত্রক জানিয়েছে, ভর্তুকির সুবিধা পাওয়া গাড়িগুলি যে গণ পরিবহণেই ব্যবহার করা হবে, তা নিশ্চিত করতে ডিলারদের সরকারি সংস্থার কাছ থেকে অনুমতিপত্র নিতে হবে। তবে দু’চাকার গাড়ির ক্ষেত্রে ব্যক্তিগত ও বাণিজ্যিক, দুই ধরনের গাড়িতেই মিলবে ভর্তুকি। ডিলারদের কাছ থেকে গাড়ি কেনার সময়ে ক্রেতা দামে এককালীন ছাড় হিসেবে যা পাবেন। ক্রেতাকে কম দামে গাড়ি বিক্রি করে সরকারের কাছে ওই টাকা দাবি করবেন ডিলার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Electric Car Subsidy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE