Advertisement
১৮ মে ২০২৪

হরলিকস, বুস্ট হাত বদলে এইচইউএলেরই

ব্যবসার স্বাস্থ্যের শ্রীবৃদ্ধির লক্ষ্যে ভারতে এ বার হরলিকস, বুস্টের মতো ব্র্যান্ড হাতে নিচ্ছে ব্রিটিশ-ডাচ ভোগ্যপণ্য বহুজাতিক ইউনিলিভার। গ্ল্যাক্সোস্মিথক্লাইনের (জিএসকে) ভারতীয় শাখার কাছ থেকে স্বাস্থ্য পানীয়ে ওই দুই পরিচিত নাম নিজেদের সিন্দুকে আনতে ৩৮০ কোটি ডলার উপুর করছে তারা। 

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮ ০২:১২
Share: Save:

ব্যবসার স্বাস্থ্যের শ্রীবৃদ্ধির লক্ষ্যে ভারতে এ বার হরলিকস, বুস্টের মতো ব্র্যান্ড হাতে নিচ্ছে ব্রিটিশ-ডাচ ভোগ্যপণ্য বহুজাতিক ইউনিলিভার। গ্ল্যাক্সোস্মিথক্লাইনের (জিএসকে) ভারতীয় শাখার কাছ থেকে স্বাস্থ্য পানীয়ে ওই দুই পরিচিত নাম নিজেদের সিন্দুকে আনতে ৩৮০ কোটি ডলার উপুর করছে তারা।

দু’পক্ষের কথা চলছিল বেশ কিছু দিন। পর্ষদ সিলমোহর বসাতেই চূড়ান্ত হল প্রস্তাব। ইউনিলিভার সোমবার জানাল, ভারতে জিএসকে-র হেলথ ফুড ও হেলথ ড্রিঙ্কের ব্যবসা কিনছে তারা। তথ্য বলছে, গত কয়েক বছরে ভারতের বাজারে আচমকাই কিছুটা শ্লথ হয়েছে হরলিকসের বিক্রি। সংশ্লিষ্ট মহলের আশা, নতুন বিপণন কৌশলে সেই ছবি বদলাতে পারে।

এই অধিগ্রহণ হবে ইউনিলিভারের ভারতীয় শাখা হিন্দুস্তান ইউনিলিভার (এইচইউএল) মারফত। প্রতিটি জিএসকে কনজিউমার হেলথকেয়ার ইন্ডিয়ার শেয়ারের জন্য বরাদ্দ হিন্দুস্তান ইউনিলিভারের ৪.৩৯টি শেয়ার। শুধু ভারত নয়, বাংলাদেশ এবং এশিয়ার অন্যতম প্রধান ২০টি বাজারও চুক্তির আওতায় পড়ছে বলে জানিয়েছে ইউনিলিভার।

ইউনিলিভারের প্রেসিডেন্ট নিতিন পরাঞ্জপের আশা, এতে তাঁদের ব্যবসায় বড় বদল আসবে। খুলবে হেলথ ফুড ও ড্রিঙ্কের বাজারের দরজা। জিএসকে কর্ণধার এম্মা ওয়ামসলির দাবি, ওষুধে বাড়তি লগ্নির জন্যই নগদ জোগাড়ের এই বন্দোবস্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE