Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ভারতের ভর্তুকিতে নালিশ ট্রাম্পের

আমেরিকার দাবি, এ ধরনের ভর্তুকি অনৈতিক সুবিধা দিয়ে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করে। বিশেষত যেখানে মাথাপিছু আয়ের হিসেবে ভারত আর এই সুবিধা দিতে পারে না এখন।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৮ ০২:২৪
Share: Save:

রফতানিতে ভর্তুকি দেওয়া নিয়ে ভারতের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) নালিশ জানাল ট্রাম্প প্রশাসন। আমেরিকার অভিযোগ, এ দেশ রফতানিতে ৭০০ কোটি ডলারের (প্রায় ৪৬,০৬৭ কোটি টাকা) ভর্তুকি দেয়। যার আওতায় বহু কর ও ফি ‌খাতে ছাড়ের সুবিধা ভোগ করেন রফতানিকারীরা। ফলে তাঁরা বিদেশে কম দামে পণ্য বেচতে পারেন। আর তাতেই অসম প্রতিযোগিতার মুখে পড়ে মার খান মার্কিন কর্মী ও উৎপাদনকারীরা।

আমেরিকার দাবি, এ ধরনের ভর্তুকি অনৈতিক সুবিধা দিয়ে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করে। বিশেষত যেখানে মাথাপিছু আয়ের হিসেবে ভারত আর এই সুবিধা দিতে পারে না এখন। তাই ডব্লিউটিও-তে এর মীমাংসা দাবি করেছে তারা।

ভারত অবশ্য জানিয়েছে, এ নিয়ে তারা কথা বলবে আমেরিকার সঙ্গে। ব্যাখ্যা করবে নিজেদের অবস্থান। বাণিজ্য সচিব রীতা তেওটিয়ার দাবি, এ সংক্রান্ত চুক্তিতে মাথাপিছু আয় ১,০০০ ডলার ছাড়ানো উন্নয়নশীল দেশগুলিকে ওই ভর্তুকি কমাতে ৮ বছর দেওয়ার কথা বলা হয়েছিল। ভারতের ক্ষেত্রে যার হিসেব ধরা উচিত ২০১৭ সাল থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

US Administration WTO export subsidy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE