Advertisement
E-Paper

হোয়াটস্যাপের তথ্য ফেসবুকে নয়, নির্দেশ জার্মানির

acebook Ordered to Stop Collecting Data on WhatsApp Users in Germanyসাধারণ মানুষের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষার স্বার্থে ফেসবুককে জার্মানির হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য (ডেটা) সংগ্রহের প্রক্রিয়া বন্ধের নির্দেশ দিল সে দেশের ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক।

বার্লিন

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০২:১৮

সাধারণ মানুষের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষার স্বার্থে ফেসবুককে জার্মানির হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য (ডেটা) সংগ্রহের প্রক্রিয়া বন্ধের নির্দেশ দিল সে দেশের ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক। ফেসবুক তাদের এই মেসেজিং অ্যাপটি থেকে যে তথ্যগুলি ইতিমধ্যেই ফরওয়ার্ড করেছে, মুছে দিতে বলা হয়েছে সে সবও।

সে দেশের তথ্য সুরক্ষা সংক্রান্ত বিষয়ের কমিশনার জোহানেস ক্যাসপার বলেন, দু’বছর আগে ফেসবুক হোয়াটসঅ্যাপকে কেনার পরে দু’পক্ষই ব্যবহারকারীদের ‘ডেটা’ ‘শেয়ার’ করা হবে না বলে প্রকাশ্যে আশ্বস্ত করেছিল সকলকে। কিন্তু সেই কথা রাখা হয়নি। ক্যাসপারের অভিযোগ, ব্যবহারকারীদের বিভ্রান্ত করার পাশাপাশি এ ভাবে তথ্য সুরক্ষা আইনও ভাঙছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। কারণ জার্মানির ৩.৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য নেওয়ার আগে অনুমতি নেওয়া হয়নি। অথচ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কেউ ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে জুড়তে চাইবে কিনা, সেটা পুরোপুরি তাঁরই সিদ্ধান্ত। আইন ভাঙার অভিযোগ অবশ্য অস্বীকার করেছে ফেসবুক।

Germany Facebook Whatsapp
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy