স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তিতে নতুন ভারতের স্বপ্ন প্রায় নিয়ম করে ফেরি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলের ঘরে বিদ্যুৎ পৌঁছনো থেকে শুরু করে দেশ থেকে দারিদ্র বিদায়— সমস্ত কিছুর জন্য ২০২২ সালকেই পাখির চোখ করার কথা বলেন তিনি। এ বার সেই একই স্বপ্ন তুলে ধরল নীতি আয়োগও। ওই বছরে দারিদ্র, দূষণ, দুর্নীতি, সন্ত্রাসবাদ, জাতিভেদ এবং সাম্প্রদায়িকতামুক্ত ভারতের ছবি তুলে ধরল তারা। বিরোধীদের অবশ্য কটাক্ষ, ‘‘২০২২ সালে নতুন ভারতের দেখা মিলবে ঠিকই। কিন্তু অন্য সরকারের নেতৃত্বে। মোদী-জমানা তো ২০১৯ সালেই শেষ!’’
আরও পড়ুন: নতুন কর সহজ করতে প্রস্তাব সমস্ত রাজ্যকে
‘২০২২-এ নতুন ভারত’ নামে রূপরেখায় নীতি আয়োগের দাবি, এখন থেকে টানা ৮% বৃদ্ধির হার ধরে রাখতে পারলে, ২০৪৭ সালে বিশ্বের প্রথম তিন অর্থনীতির মধ্যে ঠাঁই পাবে ভারত। এ দেশে আসা বিশ্ব ব্যাঙ্কের সিইও ক্রিস্টালিনা জর্জিভা-ও শনিবার বলেন, ২০৪৭ সালের মধ্যে উচ্চ মধ্যবিত্ত অর্থনীতিগুলির মধ্যে জায়গা করে নেওয়ার ক্ষমতা রাখে ভারত। কিন্তু বিরোধীরা বলছেন, এখন বৃদ্ধি নেমে গিয়েছে ৫.৭ শতাংশের তলানিতে। তাকে ৬.৫-৭ শতাংশে নিয়ে যাওয়ারই সিঁড়ি খুঁজে পাচ্ছে না মোদী সরকার। সেখানে বৃদ্ধিকে টানা ৮ শতাংশের কক্ষপথে ধরে রাখা তো অনেক দূরের স্বপ্ন।