Advertisement
০৪ জুন ২০২৪

নেট-নিলাম কমাতে নির্দেশ কোল ইন্ডিয়াকে

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে কয়লার চাহিদা মেটাতে কোল ইন্ডিয়াকে উৎপাদন বাড়াতে বলল কেন্দ্র। একই সঙ্গে কমাতে বলল ইন্টারনেটের মাধ্যমে নিলাম করা কয়লার পরিমাণ। যাতে মজুত কয়লা থেকে আরও বেশি পরিমাণে তা কিনতে পারে বিদ্যুৎ সংস্থাগুলি। এ ছাড়া, দ্রুত কয়লা উৎপাদন বৃদ্ধির অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে পুরনো এবং চালু কয়লা খনিগুলি থেকে তা আরও বেশি করে উত্তোলনের জন্য আগামী সপ্তাহে পরিবেশ মন্ত্রকের অনুমোদনও চাইবে কয়লা মন্ত্রক।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জুন ২০১৪ ০২:১৪
Share: Save:

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে কয়লার চাহিদা মেটাতে কোল ইন্ডিয়াকে উৎপাদন বাড়াতে বলল কেন্দ্র। একই সঙ্গে কমাতে বলল ইন্টারনেটের মাধ্যমে নিলাম করা কয়লার পরিমাণ। যাতে মজুত কয়লা থেকে আরও বেশি পরিমাণে তা কিনতে পারে বিদ্যুৎ সংস্থাগুলি। এ ছাড়া, দ্রুত কয়লা উৎপাদন বৃদ্ধির অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে পুরনো এবং চালু কয়লা খনিগুলি থেকে তা আরও বেশি করে উত্তোলনের জন্য আগামী সপ্তাহে পরিবেশ মন্ত্রকের অনুমোদনও চাইবে কয়লা মন্ত্রক।

শুক্রবার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বিদ্যুৎ সংস্থার কর্ণধারদের সঙ্গে বৈঠকের পর এই সমস্ত কথা জানালেন কয়লামন্ত্রী পীযূষ গয়াল। এ দিন বিদ্যুৎ ক্ষেত্রের পরিস্থিতি খতিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

কয়লার চড়া দরের কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার ভয়ে নেট-নিলামে অনেক সময়ই বেশি দর হাঁকে না বিদ্যুৎ সংস্থাগুলি। ফলে ওই ভাবে বিক্রি হওয়া কয়লার বেশির ভাগটাই চলে যায় অন্য ক্ষেত্রে। আর এই কারণেই এ বার ই-নিলামের পরিমাণ আরও কমাতে বলেছেন গয়াল। উল্লেখ্য, এখন মোট উৎপাদনের ৭ শতাংশ ই-নিলাম করে কোল ইন্ডিয়া।

পরিবেশ ছাড়পত্র-সহ বিভিন্ন কারণে কয়েক বছর ধরেই লক্ষ্যমাত্রার তুলনায় কম কয়লা তুলছে কোল ইন্ডিয়া। যে কারণে রাষ্ট্রায়ত্ত সংস্থাটিকে বিদ্যুৎ ক্ষেত্রের জন্য ৫০-৬০ শতাংশ উৎপাদন বাড়াতে বলেছে মন্ত্রক। যে বিদ্যুৎ কেন্দ্রগুলি তৈরি হয়ে গিয়েছে সেখানে যাতে আগে কয়লা পৌঁছয়, তা নিশ্চিত করতেও বলা হয়েছে।

বিদ্যুৎ সংস্থাগুলির বহু দিনের অভিযোগ, একচেটিয়া বাজারের সুযোগ নিয়ে অনেক সময়ই তাদের নিম্ন মানের কয়লা সরবরাহ করে কোল ইন্ডিয়া। বিষয়টি খতিয়ে দেখতে আগামী তিন মাস পরীক্ষামূলক ভাবে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থাগুলিতে কোল ইন্ডিয়ার পাঠানো কয়লার মান পরীক্ষা করে দেখবে কেন্দ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE