কদিন কয়েক আগে রটেছিল, পেটিএমের মূল সংস্থা ওয়ান৯৭ কমিউনিকেশন্সের অংশীদারি কিনে আর্থিক ক্ষেত্রে পা রাখতে চলেছে আদানি গোষ্ঠী। সেই খবরের সত্যাসত্য জানা যায়নি। তবে এ বার আইসিআইসিআই ব্যাঙ্ক এবং ভিসার সঙ্গে যৌথ ভাবে একটি ক্রেডিট কার্ড বাজারে আনল আদানি ওয়ান মোবাইল অ্যাপ। বাস্তবেই ব্যবসা শুরু করল আর্থিক ক্ষেত্রে। আজ গৌতম আদানির শিল্প গোষ্ঠী জানিয়েছে, তাদের পরিচালিত বিমানবন্দর-সহ বিভিন্ন পরিষেবায় এই কার্ড ব্যবহার করা যাবে। মিলবে একগুচ্ছ সুবিধা।
আদানি ওয়ান এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অ্যাপের মাধ্যমে এই কার্ডের সাহায্যে বিমান, ট্রেন, বাসের টিকিট, হোটেল এবং ক্যাব বুক করলে মিলবে রিওয়ার্ড পয়েন্ট। আদানিদের পরিচালিত বিমানবন্দর, সিএনজি পাম্প, বিদ্যুতের বিল এবং ট্রেনম্যান অ্যাপে খরচ মেটালে সেই সুবিধা মিলবে। সঙ্গে আরও ছাড়।
সংশ্লিষ্ট মহলের বক্তব্য, আপাতত আর্থিক ক্ষেত্রের সীমিত একটি অংশে ব্যবসা শুরু করলেও আদানি গোষ্ঠী এর পরিসর বাড়ায় কি না, সে দিকে নজর রাখতে হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)