Advertisement
E-Paper

ভারতে ব্যবসা গোটাতে চায় এনটিটি ডোকোমো

লোকসানের জেরে ভারতে মোবাইল পরিষেবা ব্যবসা থেকে হাত গোটাতে চায় জাপানের বৃহত্তম টেলিকম সংস্থা এনটিটি ডোকোমো। শুক্রবার সংস্থাটি জানিয়েছে, টাটা গোষ্ঠীর সঙ্গে গড়া যৌথ উদ্যোগ টাটা টেলিসার্ভিসেসে তাদের অংশীদারি (২৬.৫%) বেচতে চায় তারা। এ দিন পরিচালন পর্ষদের বৈঠকে বিষয়টি খতিয়ে দেখার পক্ষেই মত দেন ডিরেক্টরেরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৪ ০১:২১
শুক্রবার টোকিওয় ডোকোমোর প্রেসিডেন্ট কাওরু কাতো। ছবি: এএফপি।

শুক্রবার টোকিওয় ডোকোমোর প্রেসিডেন্ট কাওরু কাতো। ছবি: এএফপি।

লোকসানের জেরে ভারতে মোবাইল পরিষেবা ব্যবসা থেকে হাত গোটাতে চায় জাপানের বৃহত্তম টেলিকম সংস্থা এনটিটি ডোকোমো। শুক্রবার সংস্থাটি জানিয়েছে, টাটা গোষ্ঠীর সঙ্গে গড়া যৌথ উদ্যোগ টাটা টেলিসার্ভিসেসে তাদের অংশীদারি (২৬.৫%) বেচতে চায় তারা। এ দিন পরিচালন পর্ষদের বৈঠকে বিষয়টি খতিয়ে দেখার পক্ষেই মত দেন ডিরেক্টরেরা।

ডোকোমো কর্তা কাওরু কাতো এ দিন বলেন, “এ দেশে ব্যবসার বিপুল সম্ভাবনা দেখে লগ্নি করেছিলাম। চেয়েছিলাম সেই বাজারের অংশীদার হতে। কিন্তু গত পাঁচ বছরে সেই আশা মেটেনি। সে জন্যই এই সিদ্ধান্ত।”

অংশীদারি বিক্রি করলেও অবশ্য ডোকোমো যৌথ সংস্থায় যত টাকা লগ্নি করেছিল, তার পুরোটা পাবে না। অধিগ্রহণ খরচের অর্ধেক (যা প্রায় ৭২৫০ কোটি টাকা) বা একটা ভাল বাজার দরের মধ্যে যেটি বেশি, তাতে নিজেদের শেয়ার বিক্রি করতে হবে।

সংশ্লিষ্ট মহলের বক্তব্য, গোড়ায় সাফল্য পেলেও সময় যত এগিয়েছে, বাজারে তত দখল হারিয়েছে টাটা টেলিসার্ভিসেস। উল্লেখ্য, ২০০৯-এর ২৫ জুন যৌথ ব্যবসায় নামতে টাটা সন্স, এনটিটি ডোকোমো এবং টাটা টেলি চুক্তি করেছিল। জাপানি সংস্থাটির দাবি, চুক্তি অনুযায়ী ৩১ মার্চ শেষ হওয়া অর্থবর্ষে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলে ডোকোমো তাদের শেয়ার বেচে দিতে পারে। এবং সেই সূত্রেই আগামী জুনে অংশীদারি বিক্রির বিষয়টি খতিয়ে দেখছে ডোকোমো।

কোন লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, তা নিয়ে মুখে কুলুপ ডোকোমো-র। তবে সংবাদ সংস্থার দাবি, নাম প্রকাশে অনিচ্ছুক ডোকোমো-র এক কর্তা জানিয়েছেন, টাটা টেলিসার্ভিসেস লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে বলে তাঁরা আশা করছেন না।

বস্তুত, ডোকমো কর্তার কথাতেও ভারতে ব্যবসায় আশা পূরণে ব্যর্থতার সুর স্পষ্ট। থ্রিজি পরিষেবায় বিলম্ব কিংবা দুর্নীতির অভিযোগের কলঙ্ক ব্যবসায় ছাপ ফেলেছে বলে তাঁরা মনে করেন। উল্লেখ্য, ভারতে মোবাইল পরিষেবা ব্যবসায় যুক্ত ১২টি সংস্থার মধ্যে গ্রাহক সংখ্যার বিচারে টাটা টেলিসার্ভিসেস-এর স্থান সপ্তম।

তাহলে টাটা টেলিসার্ভিসেসের ভবিষ্যৎ কী? গ্রাহকদেরই বা কী হবে? টাটারাই কি কিনে নেবে ডোকোমোর শেয়ার? এ নিয়ে কিছু জানায়নি টাটা গোষ্ঠী। তবে বিবৃতিতে ডোকোমো-র ভাবনার কথা মেনে নিয়ে টাটা সন্স জানিয়েছে, তারা তাদের দায়বদ্ধতা সম্পর্কে ওয়াকিবহাল। আইন অনুযায়ী গ্রাহকদের স্বার্থ মেনেই তারা কাজ করবে। টাটা টেলিসার্ভিসেস টাটা গোষ্ঠীরই অবিচ্ছেদ্য অঙ্গ থাকবে।

সংশ্লিষ্ট মহলের একাংশ অবশ্য মনে করছে, টাটা গোষ্ঠীই জাপানি সংস্থাটির শেয়ার কিনবে। ভোডাফোন টাটা টেলিসার্ভিসেস-এর ব্যবসা হাতে নিতে উৎসাহী, এমন জল্পনাও বাজারে রয়েছে। কিন্তু নতুন আইন অনুযায়ী ভারতে এই ব্যবসায় যুক্ত কোনও সংস্থা প্রতিযোগী সংস্থায় অংশীদারি নিতে পারে না। তবে দু’টি সংস্থার মধ্যে সংযুক্তিকরণ হতে পারে। সে ক্ষেত্রে ভোডাফোনের সঙ্গে টাটা টেলিসার্ভিসেস-এর সংযুক্তি হলে হয় টাটা গোষ্ঠীকে এই ব্যবসা ছেড়ে বেরিয়ে আসতে হবে বা সেই সংস্থায় সংখ্যালঘু অংশীদার হিসেবে থাকতে হবে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, তার চেয়ে টাটা টেলির নিয়ন্ত্রণ হাতে রাখতে ডোকোমোর অংশীদারি কিনে নিতেই চাইবে টাটা গোষ্ঠী। সেই ইঙ্গিত দিয়েই তারা জানিয়েছে, টাটা টেলিসার্ভিসেস টাটা গোষ্ঠীরই অবিচ্ছেদ্য অঙ্গ থাকবে।

NTT Docomo
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy