Advertisement
০৭ মে ২০২৪

রেস্ত বাড়াতে অস্ত্র বাছুন

কেমন হত যদি বিনিয়োগের একটি সুপার মার্কেট থাকত? এমন একটি আধুনিক মল, যেখানে একই সঙ্গে থাকবে ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবা, অন লাইন শেয়ার কেনা-বেচার ব্যবস্থা, বিভিন্ন মিউচুয়াল ফান্ডের বিপণন, প্যান আবেদন, ডি ম্যাট অ্যাকাউন্ট খোলার সুবিধা, বন্ডের বাজার, ব্রোকারের দফতর ও একটি বড় মাপের ডাকঘর, যেখানে লগ্নি করা যায় বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে।

অমিতাভ গুহ সরকার
শেষ আপডেট: ১০ মার্চ ২০১৪ ০৪:৪৪
Share: Save:

কেমন হত যদি বিনিয়োগের একটি সুপার মার্কেট থাকত? এমন একটি আধুনিক মল, যেখানে একই সঙ্গে থাকবে ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবা, অন লাইন শেয়ার কেনা-বেচার ব্যবস্থা, বিভিন্ন মিউচুয়াল ফান্ডের বিপণন, প্যান আবেদন, ডি ম্যাট অ্যাকাউন্ট খোলার সুবিধা, বন্ডের বাজার, ব্রোকারের দফতর ও একটি বড় মাপের ডাকঘর, যেখানে লগ্নি করা যায় বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে। আসলে পণ্য যে ধরনেরই হোক, এক জায়গায় সব কিছুকে দেখতে পাওয়ার সুবিধাই আলাদা।

ছোট দোকানে বেশি পণ্য মজুত থাকে না। যেটুকু থাকে, তা-ও নেড়েচেড়ে দেখার সুযোগ প্রায় নেই বললেই চলে। কিন্তু শপিং মলে এই অসুবিধে নেই। সেখানে সব পণ্য এক জায়গায় থাকে বলে ভাল-মন্দের চুলচেরা বিচার করা যায়। তুলে নেওয়া যায় পছন্দেরটিকে। লগ্নির এমন কোনও মল অবশ্য ভারতে এখনও কোথাও তৈরি হয়েছে বলে জানা নেই। হয়তো ভবিষ্যতে হবে। তবে যত দিন না হয়, তত দিন পর্যন্ত সব প্রকল্পকে এক জায়গায় ছাপার আকারে দেখে নিতে অসুবিধা কোথায়? নীচের সারণিতে সেই চেষ্টাই করা হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE