অনেকটা কেন্দ্রীয় সরকারের গোল্ড মনিটাইজেশন প্রকল্পের ধাঁচে সাধারণ মানুষের কাছ থেকে সোনা কিনে তা ফের বিক্রির ব্যবসায় নেমেছে মুথুট পাপ্পাচান গোষ্ঠী। তবে কেন্দ্রীয় সরকারের ওই প্রকল্পের মতো তারা সাধারণ মানুষের সোনা জমা রাখবে না। শুধুমাত্র তা কিনে নিয়ে ফের গয়না এবং কয়েন প্রস্তুতকারকদের কাছে বিক্রি করবে।
সোনা কেনা-বেচার ব্যবসা করার জন্য মুথুট গোষ্ঠীর সংস্থা মুথুট গোল্ড পয়েন্ট সম্প্রতি কলকাতায় একটি কেন্দ্র চালু করেছে। সংস্থার চিফ এগ্জিকিউটিভ অফিসার কেয়ূর শাহ জানিয়েছেন, এটি তাঁদের পঞ্চম কেন্দ্র। এর আগে দিল্লি, চেন্নাই-সহ আরও চারটি শহরে তাঁরা ওই ধরনের কেন্দ্র চালু করেছেন।
শাহ বলেন, ‘‘আমরা ইতিমধ্যেই ৬০ কিলোগ্রাম সোনা লেনদেন করেছি। আগামী ২০১৭ সালের মধ্যে সারা দেশে মোট ১৬টি কেন্দ্র চালু করার পরিকল্পনা করেছি। সেগুলির মাধ্যমে ২০১৮ সালের মধ্যে ২ হাজার কিলোগ্রাম সোনা সংগ্রহ করাই আমাদের লক্ষ্য।’’
কেন্দ্রীয় সরকার অনুমতি দিলে মুথুট পাপ্পাচান গোষ্ঠী গোল্ড মনিটাইজেশন প্রকল্পে সামিল হতে আগ্রহী বলেও জানান শাহ।