Advertisement
২৬ এপ্রিল ২০২৪
বাড়ছে আগাম বুকিং-এর মেয়াদ

স্পাইস পুনরুজ্জীবন প্রকল্পে প্রাথমিক সায়

নতুন করে প্রাণ ফেরার পথে আপাতত বাধা কাটছে আর্থিক অনটনে পড়া বিমান সংস্থা স্পাইসজেটের। বৃহস্পতিবারই জোড়া সুখবর পেয়ে এ ব্যাপারে কিছুটা আশার আলো দেখছেন সংস্থা কর্তৃপক্ষও। এ দিন সংস্থার ব্যাপারে দু’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ও বিমান পরিষেবা সংক্রান্ত নিয়ন্ত্রক ডিজিসিএ।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৫ ০২:৪৪
Share: Save:

নতুন করে প্রাণ ফেরার পথে আপাতত বাধা কাটছে আর্থিক অনটনে পড়া বিমান সংস্থা স্পাইসজেটের। বৃহস্পতিবারই জোড়া সুখবর পেয়ে এ ব্যাপারে কিছুটা আশার আলো দেখছেন সংস্থা কর্তৃপক্ষও।

এ দিন সংস্থার ব্যাপারে দু’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ও বিমান পরিষেবা সংক্রান্ত নিয়ন্ত্রক ডিজিসিএ। প্রথমত, সংস্থার প্রতিষ্ঠাতা অজয় সিংহের ১৫০০ কোটি টাকার পুনরুজ্জীবন প্রকল্পে এ দিনই প্রাথমিক ভাবে সায় দিয়েছে কেন্দ্র। দ্বিতীয়ত, আগামী ৩১ মার্চের পরেও অগ্রিম টিকিট বুকিং নেওয়ার ব্যাপারে সংস্থাকে সবুজ সঙ্কেত দিয়েছে ডিজিসিএ। উল্লেখ্য, ২৯ মার্চ থেকেই সংস্থার গ্রীষ্মের মরসুমের বুকিং শুরু হয়, চলে অক্টোবর পর্যন্ত। এর আগে ৩১ মার্চ পর্যন্ত টিকিট বিক্রির অনুমতি পেয়েছিল তারা। সংস্থার চিফ অপারেটিং অফিসার সঞ্জীব কপূর বলেছেন, “এর জেরে এক দিকে সংস্থা বাড়তি নগদের সংস্থান করতে পারবে, অন্য দিকে দীর্ঘ মেয়াদে হাল ফেরানোর প্রস্তুতি নিতে পারবে।” যাত্রীরাও আরও বেশি দিনের অগ্রিম টিকিট কাটতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

প্রসঙ্গত, মাত্র এক সপ্তাহ আগেই অজয় সিংহের হাত ধরে সংস্থাকে চাঙ্গা করার পরিকল্পনা ঘোষণা করে স্পাইস। সংস্থা ঢেলে সাজতে ১,৫০০ কোটি টাকা পর্যন্ত ঢালার জন্য পাঁচ বছরের এক দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে নিজের তৈরি সংস্থায় ফেরার প্রস্তাব দেন সিংহ। স্পাইস জানায়, সংস্থা চাঙ্গা করতে বর্তমান কর্ণধার কলানিধি মারান ও কল এয়ার পুরো ৫৩.৪৮% অংশীদারিই সিংহের হাতে দিতে চায়। যার দাম প্রায় ৫০০ কোটি টাকা। তবে মারানদের হাতে থাকবে ওয়ার্যান্ট, যা পরে ১০% শেয়ারে রূপান্তরিত হবে। ওই শেয়ার পাওয়ার পরে মারানদের সান গোষ্ঠী স্পাইসে ঢালবে ৮০ কোটি টাকা। পুরো বিষয়টিতে ওই দিন সায় দেয় সংস্থার পরিচালন পর্ষদ। এ বার তাতে প্রাথমিক ছাড়পত্র দিল কেন্দ্র। প্রকল্পটি এখন খতিয়ে দেখছে বাজার নিয়ন্ত্রক সেবি। তারা জানাবে, নতুন মূলধন জোগানোর ক্ষেত্রে বাজারে খোলা প্রস্তাব পেশ করতে হবে কি না।

স্পাইসকে নতুন পর্যায়ে কতটা এগিয়ে দিতে পারেন, সিংহের কাছে সেটাই এখন বড় চ্যালেঞ্জ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

spicejet DGCA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE