Advertisement
১৭ মে ২০২৪

হিন্দমোটর স্পষ্ট জবাব দেয়নি, দাবি রাজ্যের

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার পুনরুজ্জীবন ও কর্মীদের বকেয়া বেতন মেটানোর পরিকল্পনা নিয়ে সংস্থার কাছে স্পষ্ট জবাব চেয়েছিল রাজ্য। কিন্তু সংস্থা কোনও সুনির্দিষ্ট উত্তর দেয়নি, দাবি রাজ্যের শ্রম দফতরের। উত্তরপাড়ার হিন্দমোটর কারখানা বন্ধ এক মাসেরও বেশি। গত মাসে প্রথম ত্রিপাক্ষিক বৈঠক ভেস্তে যাওয়ার পরে ১৭ জুন ফের ত্রিপাক্ষিক বৈঠক ডাকেন শ্রম সচিব অমল রায়চৌধুরী। সেখানেই বকেয়া বেতন মেটানো ও কারখানা পুনরুজ্জীবন নিয়ে সংস্থার পরিকল্পনা লিখিত ভাবে জানাতে বলেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ জুলাই ২০১৪ ০৩:০০
Share: Save:

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার পুনরুজ্জীবন ও কর্মীদের বকেয়া বেতন মেটানোর পরিকল্পনা নিয়ে সংস্থার কাছে স্পষ্ট জবাব চেয়েছিল রাজ্য। কিন্তু সংস্থা কোনও সুনির্দিষ্ট উত্তর দেয়নি, দাবি রাজ্যের শ্রম দফতরের।

উত্তরপাড়ার হিন্দমোটর কারখানা বন্ধ এক মাসেরও বেশি। গত মাসে প্রথম ত্রিপাক্ষিক বৈঠক ভেস্তে যাওয়ার পরে ১৭ জুন ফের ত্রিপাক্ষিক বৈঠক ডাকেন শ্রম সচিব অমল রায়চৌধুরী। সেখানেই বকেয়া বেতন মেটানো ও কারখানা পুনরুজ্জীবন নিয়ে সংস্থার পরিকল্পনা লিখিত ভাবে জানাতে বলেন তিনি।

সরকারি সূত্রের খবর, গত সপ্তাহে হিন্দমোটর কর্তৃপক্ষ রাজ্যকে জবাবি চিঠি দিয়েছেন। শ্রম সচিব অবশ্য সোমবার জানিয়েছেন, চিঠিতে সুনির্দিষ্ট করে ওই দুই বিষয়ে কিছু জানাননি কর্তৃপক্ষ। শ্রম দফতরের বক্তব্য, সংস্থা যা বলেছে, তার অনেকটাই ভাসা- ভাসা। তা হলে রাজ্য কী ভাবছে? এখনই এ নিয়ে মুখ খুলতে না-চাইলেও দফতরের দাবি, রাজ্য বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে।

জবাবি চিঠির প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সংস্থার মুখপাত্র এ দিন জানান, পরিস্থিতি একই রয়েছে। ফলে গত ১৭ জুন তাঁদের যে-অবস্থান ছিল, এখনও তা-ই রয়েছে। সে দিন সংস্থা দাবি করে, তারা যে-ব্যবস্থা নিতে উদ্যোগী হচ্ছে, তা বৈঠকে সকলকে জানানো হয়েছে। কর্মীদের বকেয়া বেতন মেটাতে সংস্থা দায়বদ্ধ। সম্পত্তি বেচে অর্থ সংস্থান হলেই তা মেটানো হবে। তবে কারখানা পুনর্গঠনের জন্য তারা সময় চায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

hindmotor worker problem
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE