Advertisement
০২ মে ২০২৪
ডিজিসিএ-র নির্দেশ নিয়ে বিভ্রান্তি

১ টাকার টিকিট ১ দিনেই বাড়ন্ত

এক দিনেই শেষ ১ টাকার টিকিট! বুধবারই এ কথা জানিয়ে দেওয়া হল স্পাইসজেটের পক্ষ থেকে। মঙ্গলবার সংস্থা ঘোষণা করেছিল, ৩ এপ্রিল পর্যন্ত ওই টিকিট পাওয়া যাবে। ১ টাকার উপরে কর বসিয়ে টিকিটের দাম দাঁড়াচ্ছিল প্রায় ৪০০ টাকার কাছাকাছি। আজকের দিনে যা চূড়ান্ত সস্তার! মঙ্গলবার এই সস্তার বিমান টিকিট পেতে অনেকেই বাতিল করেন ট্রেনের টিকিট। সবাই চাইছিলেন ৪০০ টাকার টিকিট কাটতে।

সুনন্দ ঘোষ
কলকাতা শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৪ ০২:৫২
Share: Save:

এক দিনেই শেষ ১ টাকার টিকিট!

বুধবারই এ কথা জানিয়ে দেওয়া হল স্পাইসজেটের পক্ষ থেকে। মঙ্গলবার সংস্থা ঘোষণা করেছিল, ৩ এপ্রিল পর্যন্ত ওই টিকিট পাওয়া যাবে। ১ টাকার উপরে কর বসিয়ে টিকিটের দাম দাঁড়াচ্ছিল প্রায় ৪০০ টাকার কাছাকাছি। আজকের দিনে যা চূড়ান্ত সস্তার!

মঙ্গলবার এই সস্তার বিমান টিকিট পেতে অনেকেই বাতিল করেন ট্রেনের টিকিট। সবাই চাইছিলেন ৪০০ টাকার টিকিট কাটতে। মঙ্গলবার সকালে তা বিক্রি হলেও বিকেলের পর থেকে আর স্পাইসজেটের সাইটে ঢোকা যায়নি। ট্রাভেল এজেন্টদের ধারণা, এ ভাবে ১ টাকার টিকিট বিক্রি নিয়ে ভারতে বিমান পরিবহণ সংক্রান্ত নিয়ন্ত্রক ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) আপত্তি তোলার পরে সংস্থা ওই টিকিট বিক্রি বন্ধ করে দেয়।

অবশ্য স্পাইসজেটের তরফে বুধবার জানানো হয়েছে, সংস্থার সমস্ত বিমান মিলিয়ে মোট আসন সংখ্যার প্রায় ১.৭% আসনের জন্য ওই ১ টাকার টিকিট ছাড়া হয়েছিল। তা মঙ্গলবার সন্ধ্যার পরেই বিক্রি হয়ে যায়। এমনকী ৭৯৯ টাকার যে-টিকিট বিক্রির কথা ঘোষণা করা হয়েছিল, তাও মঙ্গলবার রাতের মধ্যেই নিঃশেষিত হয়েয়েছে। শুধু বিশেষ এই প্রকল্পে ১৪৯৯ টাকার যে-টিকিট ছিল তা বুধবার বিকেল পর্যন্ত মিলেছে। সংবাদ সংস্থার খবর সংস্থার শেয়ার দর বেড়েছে ১৯ শতাংশেরও বেশি।

স্পাইসজেট বলেছে, “ডিজিসিএ তাদের আপত্তি জানিয়ে যে চিঠি দিয়েছিল, তা আমরা পেয়েছি। মঙ্গলবার রাতেই জবাব দিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, সস্তার উড়ান পরিষেবার বাণিজ্যিক মডেল অনুযায়ীই ওই টিকিট বিক্রির কথা ঘোষণা করা হয়েছে। যদিও তার আগেই ১ টাকার টিকিট শেষ হয়ে গিয়েছিল।”

প্রশ্ন উঠেছে, ডিজিসিএ-এর আপত্তি সত্ত্বেও এ ভাবে সস্তার টিকিট বেচতে পারে বিমান সংস্থা? সে ক্ষেত্রে ডিজিসিএ কি কোনও ব্যবস্থা নিতে পারে তাদের বিরুদ্ধে?

এ প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি ডিজিসিএ কর্তারাও। এক কর্তার কথায়, “কোনও সংস্থার ভাড়া কত হবে, তা এ ভাবে ডিজিসিএ ঠিক করে দিতে পারে কি না, তা নিয়ে আমার সংশয় রয়েছে। স্পাইসজেটের ১ টাকার টিকিট নিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় সরকার কোনও ভাবে আপত্তি তোলে। সম্ভবত সেই কারণে ডিজিসিএ-কে বলা হয়েছে বিষয়টি দেখার জন্য।” গত বছর একবার টিকিটের দাম প্রচুর বেড়ে যাওয়ার পরে কেন্দ্রের তরফ থেকে সতর্কতা জারি করে বলা হয়েছিল যে, এ ভাবে যাত্রীদের প্রতারিত করে শেষ মূহূর্তে প্রয়োজনের সময়ে টিকিটের দাম এত বেশি করে নেওয়া উচিত নয়। কিন্তু, সস্তার টিকিট নিয়ে তো প্রতারণার প্রশ্ন তোলা যায় না।

ট্রাভেল ফেডারেশন অব ইন্ডিয়ার কর্তা অনিল পঞ্জাবি এ দিন জানান, মঙ্গলবার ১ টাকার টিকিটের আশায় একসঙ্গে এত ক্রেতা সংস্থার সাইটে ঢোকার চেষ্টা করেছিলেন যে, শেষ মূহূর্তে সাইটে আর ঢোকাই যায়নি। ফলে বহু যাত্রীই (যাঁরা নিয়মিত যাতায়াত করেন) স্পাইসজেটের সাইটে ঢুকে ব্যক্তিগত অসুবিধার কারণে তাঁদের টিকিটের দিনক্ষণ পরবির্তন বা বাতিল করতে চেয়েও পারেননি। বেশ কিছু টাকার লোকসান হয়েছে ওই সব যাত্রীর। অনিলবাবুর কথায়, “অবিলম্বে এ ধরনের গিমিক বন্ধ হওয়া উচিত।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

spicejet one rupee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE