Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Crime

মাদক পাচারে ১০ বছর জেল মা-ছেলের

পুলিশ জানিয়েছে, বেহালা, টালিগঞ্জ ও ঠাকুরপুকুর এলাকায় চরস এবং গাঁজার ব্যবসায় মূল কারবারি ছিল দীপ্তি ও বাপন।

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০২০ ০১:৫৯
Share: Save:

মাদক পাচারের অভিযোগে মা এবং ছেলেকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত। একই সঙ্গে তাদের এক লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারক। মঙ্গলবার ওই নির্দেশ দেন আলিপুরের জেলা ও অতিরিক্ত দায়রা বিচারক সুজয় সেনগুপ্ত। সাজাপ্রাপ্তদের নাম দীপ্তি দাস এবং বাপন দাস।

পুলিশ জানিয়েছে, বেহালা, টালিগঞ্জ ও ঠাকুরপুকুর এলাকায় চরস এবং গাঁজার ব্যবসায় মূল কারবারি ছিল দীপ্তি ও বাপন। ২০১৫ সালের ১০ এপ্রিল কলকাতা গোয়েন্দা পুলিশের মাদক দমন শাখার অফিসারেরা বেহালা থেকে তাদের গ্রেফতার করেন। দীপ্তির কাছ থেকে উদ্ধার হয় আড়াই কিলোগ্রাম চরস এবং নগদ ২ লক্ষ ৮০ হাজার টাকা। ঘটনার চার মাসের মাথায় অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন তদন্তকারী অফিসার। গ্রেফতারের পর থেকে আলিপুর মহিলা সংশোধনাগারে রয়েছে দীপ্তি। বাপন রয়েছে প্রেসিডেন্সি জেলে।

আদালত সূত্রের খবর, এই মামলায় ৯ জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছিল। তাঁরা মা-ছেলের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন। প্রায় চার বছর শুনানি চলার পরে এ দিন আদালত ওই রায় দেয়। পুলিশ জানিয়েছে, দক্ষিণ কলকাতা এবং শহরতলিতে মাদক ব্যবসায় দীপ্তি ও তার ছেলে ছিল মূল চক্রী। বিভিন্ন যুবককে তারা এজেন্ট হিসেবে কাজে লাগাত। আদালতে পুলিশ দাবি করেছিল, নেপাল থেকে এক বিদেশি এজেন্টের মাধ্যমে চরস আসত দীপ্তি ও বাপনের কাছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন আদালতে একাধিক মামলাও চলছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Drug Smuggling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE