Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ফের মেট্রোয় ‘ঝাঁপ’, ভোগান্তি

শুক্রবার অফিসের ব্যস্ত সময়ে রবীন্দ্র সরোবর স্টেশনে এক কলেজ পড়ুয়ার ‘আত্মহত্যার চেষ্টা’-কে কেন্দ্র করে দীর্ঘক্ষণ মেট্রো চলাচল বিঘ্নিত হয়। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত পথে কোনও মেট্রো না চলায় চরম ভোগান্তি হয় যাত্রীদের। 

বাদুড়ঝোলা: মেট্রো বন্ধ। পা রাখার জায়গা নেই বাসে। শুক্রবার সকালে, রবীন্দ্র সদনের কাছে। নিজস্ব চিত্র

বাদুড়ঝোলা: মেট্রো বন্ধ। পা রাখার জায়গা নেই বাসে। শুক্রবার সকালে, রবীন্দ্র সদনের কাছে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ০০:১৬
Share: Save:

ফের মেট্রোর সামনে ‘ঝাঁপ’।
শুক্রবার অফিসের ব্যস্ত সময়ে রবীন্দ্র সরোবর স্টেশনে এক কলেজ পড়ুয়ার ‘আত্মহত্যার চেষ্টা’-কে কেন্দ্র করে দীর্ঘক্ষণ মেট্রো চলাচল বিঘ্নিত হয়। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত পথে কোনও মেট্রো না চলায় চরম ভোগান্তি হয় যাত্রীদের।
মেট্রো সূত্রে খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনের আপ লাইনে দমদমগামী এসি রেক ঢোকার সময়ে এক যুবক আচমকা তার সামনে ‘ঝাঁপ দেন’। সঙ্গে সঙ্গে আপৎকালীন ব্রেক কষেন মেট্রোর চালক। মোটরম্যানের কেবিনে ধাক্কা খেয়ে যুবক দু’টি লাইনের মাঝের পরিখার মধ্যে পড়ে যান। একটি কামরা পুরো এবং অন্যটি আংশিক ভাবে তাঁর উপর দিয়ে চলে যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্ল্যাটফর্মে ব্যাগ রেখে মোটাসোটা চেহারার ওই যুবক কার্যত ধাক্কাধাক্কি করে এগিয়ে গিয়ে মেট্রোর সামনে ঝাঁপ দেন। ঘটনার পরে যুবক কামরার নীচে কোথায় আটকে রয়েছেন তা বুঝতেই আধঘণ্টার বেশি সময় পেরিয়ে যায়। অবশেষে মেট্রোকর্মীরা তাঁর অবস্থান চিহ্নিত করলে যাত্রীদের সামনের দিকের দু’টি কামরার দরজা খুলে নামিয়ে আনা হয়। স্টেশন খালি করে শুরু হয় উদ্ধার পর্ব। ট্রেন পিছিয়ে নিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, হাতের হাড়ে চিড় ধরলেও তাঁর বড় কোনও আঘাত লাগেনি। ঘণ্টা তিনেক পরীক্ষার পরে যুবককে ছেড়ে দেওয়া হয়।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, ওই যুবক দক্ষিণ কলকাতার এক কলেজের প্রথম বর্ষের ছাত্র। যুবকেরা আত্মীয়েরা পরে জানান, এক তরুণীর সঙ্গে সম্পর্ক নিয়ে টানাপড়েনের জেরেই সম্ভবত তিনি ওই কাণ্ড ঘটান।
মাঝেরহাট সেতু বিপর্যয়ের পরে যে সব যাত্রীরা বেহালা এবং বজবজ থেকে মেট্রো ধরে কলকাতায় যাতায়াত করেন তাঁদের বড় অংশ এ দিন মেট্রো বিভ্রাটের জেরে দুর্ভোগে পড়েন। দক্ষিণে নিউ গড়িয়া, গড়িয়া, কুঁদঘাট, টালিগঞ্জ স্টেশনে আটকে পড়েন বহু যাত্রী। এমনকি পুজোর আগে প্রস্তুতি খতিয়ে দেখতে বেরিয়ে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে আটকে পড়েন মেট্রো রেলের নব নিযুক্ত জেনারেল ম্যানেজার পি সি শর্মা স্বয়ং। শেষে পরিকল্পনা বাতিল করে তিনি নোয়াপাড়া কারশেড পরিদর্শনে যান।
ময়দান থেকে দমদমের মধ্যে মেট্রো চললেও পরিষেবা অনিয়মিত হওয়ায় যাত্রীদের অনেককেই অসুবিধায় পড়তে হয়। ট্রেনের নীচে আটকে পড়া ওই যুবককে উদ্ধার করতে গিয়ে রবীন্দ্র সরোবরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় টালিগঞ্জ থেকে কবি সুভাষের মধ্যেও মেট্রো চালানো যায়নি। দীর্ঘক্ষণ মেট্রো চলাচল স্বাভাবিক না হওয়ায় একাধিক স্টেশনে যাত্রীদের টোকেন এবং স্মার্ট কার্ডের টাকা ফিরিয়ে দিতে হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Metro Suicide Harassment Civic Issues railway
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE