Advertisement
২৭ এপ্রিল ২০২৪

নিজের নামে খুলেছেন ‘সরকারি’ ওয়েবসাইট

নিজের নামে ওয়েবসাইট। সরকারি কাজের সাফল্যের নানা খতিয়ান সেই ওয়েবসাইটে লিখে ফের বিতর্কের মুখে তোলা আদায়ের অভিযোগে গ্রেফতার হওয়া বিধাননগর পুর নিগমের ৪১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়।

নিজের নামে খোলা অনিন্দ্যের সেই ওয়েবসাইট। — নিজস্ব চিত্র

নিজের নামে খোলা অনিন্দ্যের সেই ওয়েবসাইট। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৬ ০২:১৯
Share: Save:

নিজের নামে ওয়েবসাইট। সরকারি কাজের সাফল্যের নানা খতিয়ান সেই ওয়েবসাইটে লিখে ফের বিতর্কের মুখে তোলা আদায়ের অভিযোগে গ্রেফতার হওয়া বিধাননগর পুর নিগমের ৪১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়।

www.anindyachatterjee.com —এই ওয়েবসাইট খুললেই প্রথমে জ্বলজ্বল করবে অনিন্দ্যের ছবি। গলায় উত্তরীয় পরে হাত নেড়ে মুখে হাসি। কাউন্সিলর ডেস্ক থেকে অনিন্দ্য ওয়ার্ডবাসীদের উদ্দেশ্যে লিখেছেন, ‘‘কাউন্সিলর হিসেবে আমার ছ’বছর পার হল। প্রতিশ্রুতি মতো ৪১ নম্বর ওয়ার্ডের সরকারি ওয়েবসাইট চালু করা হল।’’ অনিন্দ্য সেটিকে ওয়ার্ডের ‘অফিসিয়াল’ ওয়েবসাইট বলে ঘোষণা করলেও বিধাননগর পুর নিগমের মেয়র বা কমিশনার, কেউ এই ধরনের ওয়েবসাইটের কথা জানেন না। এ প্রসঙ্গে বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত বলেন, ‘‘এই ধরনের ওয়েবসাইটের কথা আমার জানা নেই। পুরসভা থেকে অনুমোদন নেওয়া হয়েছে কি না, সে বিষয়েও কিছু বলতে পারব না।’’ পুর কমিশনার অলোকেশ রায়ের মন্তব্য, ‘‘আমি এই ধরনের ওয়েবসাইটের কথা আপনার কাছেই প্রথম শুনলাম।’’

পুরসভা সূত্রে খবর, অনিন্দ্য ছাড়া বিধাননগর পুর নিগমের অন্য কোনও কাউন্সিলরের এমন ওয়েবসাইট নেই। তাঁদের কেবল ই-মেল আই ডি রয়েছে। তা হলে স্বনামে ওয়েবসাইট চালু করার কারণটা কী?

ওয়েবসাইটেই রয়েছে ওয়ার্ড কমিটির সদস্যদের নাম, ফোন নম্বর। তবে এই ওয়ার্ড কমিটি গত পুরবোর্ডের আমলের। নতুন পুরবোর্ড গঠিত হওয়ার পরে এখনও ৪১ নম্বর ওয়ার্ডের কমিটি গঠিত হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক, ওয়ার্ড কমিটির এক সদস্য বলেন, ‘‘এই ধরনের ওয়েবসাইটের কথা জানি না। ওয়েবসাইট চালু করার আগে ওয়ার্ড কমিটির অনুমতি নেওয়া হয়নি।’’ এই ধরনের ওয়েবসাইটের প্রাসঙ্গিকতা নিয়ে এক সদস্যের সাফ কথা, ‘‘উনি সকলের উপরে থাকতে চান। তাই ওয়েবসাইট করে অন্য কাউন্সিলরদের থেকে আলাদা হতে চান।’’

নিজের নামের ওয়েবসাইটটি সরকারি বলে যে দাবি অনিন্দ্য করেছেন, তা নিয়মবিরুদ্ধ বলে জানিয়েছেন রাজ্যের অবসরপ্রাপ্ত এক আইএএস। তাঁর কথায়, ‘‘নিজের নামে যা কিছু, তা ব্যক্তিগত। সরকারের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anindya Chattopadhyay website
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE