Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ট্র্যাফিক বিধি ভেঙে ধৃত

কর্তব্যরত ট্র্যাফিক সার্জেন্টকে মারধরের চেষ্টার অভিযোগে চার মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করল পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৬ ০১:৪২
Share: Save:

কর্তব্যরত ট্র্যাফিক সার্জেন্টকে মারধরের চেষ্টার অভিযোগে চার মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করল পুলিশ। সপ্তমীর ভোরে টালিগঞ্জ ট্র্যাফিক গার্ড এলাকায় এস পি মুখার্জি রোডে বিনা হেলমেটে থাকায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট চার মোটরসাইকেল আরোহীকে জরিমানা করছিলেন। তখন আরোহীরা সার্জেন্টের উপর চড়াও হয় বলে অভিযোগ। ডিসি ট্রাফিক সলেমন নেশাকুমার বলেন, ‘‘কর্তব্যরত ট্র্যাফিক সার্জেন্টকে ধাক্কা মারা হয়। ওই মোটরসাইকেল আরোহীদের গ্রেফতার করা হয়েছে।’’ তবে রাতভর দক্ষিণ শহরতলিতে হেলমেটহীন মোটরসাইকেল আরোহীদের উপরে নজরদারি চালানো হয়েছে বলে দাবি পুলিশ কর্তাদের। দক্ষিণ শহরতলিতে ওই দিন রাতে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে ৯২১টি মামলা করা হয়েছে। হেলমেটহীন মোটরসাইকেল চালানোর অভিযোগে ৮১৪টি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

biker traffic rules
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE