Advertisement
২৬ এপ্রিল ২০২৪

স্বর্ণকমলের নামে কাটমানি পোস্টার

আরও কয়েক জনের নাম দিয়ে বলা হয়েছে অবিলম্বে কাটমানি ফেরত দিতে। না হলে এলাকা ছেড়ে চলে যেতে।

এন্টালির তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা।—ফাইল চিত্র।

এন্টালির তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৯ ০০:৫৮
Share: Save:

কাটমানি নেওয়ার অভিযোগ করে এ বার পোস্টার পড়ল এন্টালির তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার নামে। বৃহস্পতিবার সকালে বাইপাসের ধারে এবং ৫৮ নম্বর ওয়ার্ড এলাকায় রাস্তার বাতিস্তম্ভ, দেওয়ালে ওই সব পোস্টার দেখা যায়। ‘কলকাতা পুরসভা ওয়ার্ড নম্বর ৫৮। কাটমানি/তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ। ধাপার জমি লক্ষ লক্ষ টাকা’, ‘কাঠা প্রতি বিক্রি হচ্ছে কার মদতে? জবাব চাই, জবাব দিন’, ‘ওই ওয়ার্ডের সাতটি গ্রাম এলাকায় কেএমসির জমি লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে কেন? এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহা জবাব দিন।’— পোস্টারে এই ধরনের নানা কথা লেখা। আরও কয়েক জনের নাম দিয়ে বলা হয়েছে অবিলম্বে কাটমানি ফেরত দিতে। না হলে এলাকা ছেড়ে চলে যেতে। দিন কয়েক আগে কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড এলাকার কাউন্সিলরের বিরুদ্ধেও কাটমানির অভিযোগে পোস্টার পড়েছিল। বেশ কিছু দিন পরে ফের ওই পোস্টার পড়ায় তৃণমূলের অন্দরে কৌতূহল বাড়ে। কারা ওই কাণ্ড ঘটাল তা নিয়ে ইতিমধ্যেই খোঁজাখুজি শুরু হয়েছে। যদিও যাঁর নামে ওই অভিযোগ, সেই স্বর্ণকমল সাহাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে বলেন, ‘‘সকালে ঘুম থেকে উঠেই খবর পেলাম আমার নামে কাটমানির পোস্টার পড়েছে। আমি এর বিন্দুবিসর্গ জানি না।’’ তবে ওই পোস্টারের নীচে লেখা হয়েছে, প্রচারে, ধাপা ট্যাংরা নাগরিক সমিতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Poster TMC MLA Bribe Swarnakamal Saha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE