Advertisement
০৫ মে ২০২৪
Coronavirus in Kolkata

শৌচাগারে পরতেই হবে মাস্ক

পুরসভা সূত্রের খবর, শহরে ৩৭০টি গণ-শৌচাগার রয়েছে। সেগুলি রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২০ ০২:২৯
Share: Save:

লকডাউন শিথিল হওয়ার পরপরই শহরের গণ-শৌচাগারগুলি জীবাণুমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। এ বার সেগুলি যাঁরা ব্যবহার করছেন, তাঁদের মাস্ক পরা বাধ্যতামূলক করলেন পুর কর্তৃপক্ষ। করোনা সংক্রমণ ঠেকাতে কী ভাবে গণ-শৌচাগারগুলি জীবাণুমুক্ত করা যায়, তা নিয়ে পুরসভার বস্তি দফতরের আধিকারিকেরা আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।

পুর প্রশাসকমণ্ডলীর সদস্য স্বপন সমাদ্দার বলেন, ‘‘গণ-শৌচাগারগুলি শুধু জীবাণুমুক্ত করলেই চলবে না, যাঁরা সেগুলি ব্যবহার করছেন তাঁদেরও মাস্ক পরে প্রবেশ করতে হবে। প্রবেশের আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবাণুমুক্ত করে তবেই শৌচাগার ব্যবহারের অনুমতি দেওয়া হবে।’’ তিনি জানান, আলাদা করে গণ-শৌচাগারগুলি জীবাণুমুক্ত করা ছাড়াও পুরসভা যখন শহরের রাস্তাগুলি জীবাণুমুক্ত করার কাজ করবে তখন ওই রাস্তায় কোনও গণ-শৌচাগার থাকলে সেটিও জীবাণুমুক্ত করা হবে। বিশেষত বাজার এলাকায় এই ধরনের শৌচাগার থেকে যাতে সংক্রমণ না-ছড়ায়, সেই কারণেই পুর কর্তৃপক্ষের এমন উদ্যোগ।

পুরসভা সূত্রের খবর, শহরে ৩৭০টি গণ-শৌচাগার রয়েছে। সেগুলি রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুর কর্তৃপক্ষ জানান, শৌচাগার ব্যবহারকারীরা যেমন মাস্ক পরবেন, তেমনই সেটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদেরও কর্তব্য ব্যবহারকারী সেই নিয়ম মানছেন কি না তা দেখা। তাঁরাই শৌচাগার ব্যবহারকারীদের জীবাণুমুক্ত করবেন। বিভিন্ন বরোর কোঅর্ডিনেটর এবং ওয়ার্ড কোঅর্ডিনেটরদেরও বিষয়টির উপরে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus in Kolkata Mask Public Toilet
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE