Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Deganga

ফোন নিয়ে অশান্তি, ছাত্রীর ঝুলন্ত দেহ

খবর পৌঁছয় মৃতার স্কুলে। শান্ত স্বভাবের ওই মেধাবী ছাত্রীর এমন পরিণতি মেনে নিতে পারছেন না শিক্ষিকারাও।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২০ ০১:৪৫
Share: Save:

এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল দেগঙ্গায়। পুলিশ জানিয়েছে, দেগঙ্গার আমিনপুরের বাসিন্দা ১৩ বছরের ওই ছাত্রী কার্তিকপুর আদর্শ বালিকা বিদ্যাপীঠে সপ্তম শ্রেণিতে পড়ত।

দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে, মোবাইল ফোনের ব্যবহার নিয়ে রবিবার দুপুরে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় ওই ছাত্রীর। এর পরে স্নান করতে যাওয়ার নাম করে গামছা নিয়ে দোতলার ঘরে যায় সে।

অনেক ক্ষণ পরেও সে নীচে না নামায় বাড়ির লোকজন উপরের ঘরে গিয়ে দেখেন, পাখার সঙ্গে গামছার ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে ওই ছাত্রী। এর পরে স্থানীয় বিশ্বনাথপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার মৃত ছাত্রীর মা বলেন, ‘‘মেয়ের অনলাইন ক্লাস ছিল। দুপুরে মোবাইল চাইলে ওকে বলেছিলাম, স্নান-খাওয়া সেরে তার পরে ফোন নিতে। তা না করে ও মোবাইল নিয়ে খেলছিল। একটু বকাবকি করায় মেয়ে যে এত বড় কাণ্ড করে ফেলবে, ভাবতেও পারিনি।’’

এ দিন খবর পৌঁছয় মৃতার স্কুলে। শান্ত স্বভাবের ওই মেধাবী ছাত্রীর এমন পরিণতি মেনে নিতে পারছেন না শিক্ষিকারাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Deganga Suicide Mobile Phone
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE