Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Kolkata

মধ্য কলকাতার গোল্ডেন পার্ক হোটেলে আগুন, মৃত ২, জখম কয়েক জন

কলকাতার বহুতল হোটেলে আগুন লেগে মৃত্যু হল দু’জনের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হো চি মিন সরণির একটি অভিজাত হোটেলে। সূত্রের খবর, গতকাল রাত পৌনে তিনটে নাগাদ হোটেলের একতলার রান্নাঘর থেকে আগুন ছড়ায়।

এই হোটেলেই লাগে আগুন।

এই হোটেলেই লাগে আগুন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ১০:৩৮
Share: Save:

কলকাতার বহুতল হোটেলে আগুন লেগে মৃত্যু হল দু’জনের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হো চি মিন সরণির একটি অভিজাত হোটেলে। সূত্রের খবর, গতকাল রাত পৌনে তিনটে নাগাদ হোটেলের একতলার রান্নাঘর থেকে আগুন ছড়ায়। এরপর এসি-র সংযোগ থেকে পাঁচ তলা হোটেলে আগুন ছড়িয়ে পড়ে। হোটেল সূত্রে খবর, ৫০টি ঘরের মধ্যে প্রায় ৩০টি ঘর ঘন ধোঁয়ায় ভরে যায়। ভিতরে আটকা পড়েন বহু মানুষ। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। আসে শেক্সপিয়ার সরণি থানার পুলিশও। দমকল সূত্রে খবর, প্রায় তিন ঘন্টার চেষ্টায় আটকে পড়া আবাসিকদের বের করে আনা সম্ভব হয়। আতঙ্কিত কয়েক জন আবাসিক জানলা ভেঙে নীচে লাফ দিয়ে পড়েন। ঘটনাস্থলেই মারা যান চমরকিষাণ গুপ্ত এবং অনুপ অগ্রবাল নামের দুই আবাসিক। চমরকিষাণ ওড়িশা এবং অনুপ গুজরাতের বাসিন্দা।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যূত মহাকৌশল এক্সপ্রেসের ৮টি কামরা


আগুন নেভাতে ব্যস্ত দমকলকর্মীরা।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়েই মৃত্যু হয়েছে ওই দু’জনের। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া আরও ছয় জন আবাসিককে এসএসকেএম-এ ভর্তি করা হয়। সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

ডিজি ফায়ার জগ মোহন জানান, ‘‘হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। পাশাপাশি, রাতে হোটেলের নিরাপত্তা ব্যবস্থাও ঢিলেঢালা ছিল বলেই মনে করা হচ্ছে।’’ হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে শেক্সপিয়ার থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান হয় দমকল তরফে।

আরও পড়ুন: বড়বাজারে বড় আগুন, জ্বলন্ত বাড়ি ঘিরে আতঙ্ক

ছবি: সুদীপ্ত ভৌমিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Massive Fire Ho Chi Minh Sarani Golden Park Hotel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE