Advertisement
২৭ এপ্রিল ২০২৪

গুগলে খেলোয়াড়কে ‘হারাল’ খেলা

গুগল ট্রেন্ডসের সূত্র কিন্তু এমনটাও বলছে যে, নেটের মাঠে ‘প্রতিদ্বন্দ্বী’ মেসি, নেইমারকে পিছনে ফেলে আপাতত অনেকটাই এগিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

পাড়ার মাঠে বলে পা খুদেদের। দমদমে। ছবি: সুমন বল্লভ

পাড়ার মাঠে বলে পা খুদেদের। দমদমে। ছবি: সুমন বল্লভ

দেবাশিস ঘড়াই
শেষ আপডেট: ২০ জুন ২০১৮ ০২:৪৩
Share: Save:

নেইমার খেলার মাঠে কত বার অভিনয় করে পড়েছেন? বা মেসির পেনাল্টি মিস নিয়ে কী তথ্য রয়েছে? গুগল সার্চের কাছে আপাতত এমনটাই জিজ্ঞাসা নেটিজেনদের। বিশ্বকাপের উত্তেজনা থেকে যে বাদ পড়েনি নেট-বিশ্বও! বরং গত সাত দিনে গুগল সার্চে ফুটবল বিশ্বকাপ সংক্রান্ত খবর নিয়েই সব থেকে বেশি সার্চ হয়েছে। বিশ্বকাপই রয়েছে সার্চ তালিকার শীর্ষে!— গুগল ট্রেন্ডস সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

গুগল ট্রেন্ডসের সূত্র কিন্তু এমনটাও বলছে যে, নেটের মাঠে ‘প্রতিদ্বন্দ্বী’ মেসি, নেইমারকে পিছনে ফেলে আপাতত অনেকটাই এগিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কখনও রোনাল্ডো, কখনও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কখনও সিআর সেভেন ‘কি-ওয়ার্ড’ দিয়ে সারা দেশে মুহুর্মুহু সার্চ চলছে। যার অনেকটাই পিছনে রয়েছেন মেসি ও নেইমার।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, বিশ্বকাপ ফুটবল নিয়ে জানার হিড়িক বাকি সমস্ত কিছুকেই পিছনে ফেলে দিয়েছে সাম্প্রতিক সময়ে। অবশ্য সেটা প্রত্যাশিতও বটে। কারণ, এই মুহূর্তে বিশ্বের অন্যতম বড় ঘটনা ফুটবল বিশ্বকাপই। যে কোনও ঘটনার সঙ্গে গুগল সার্চ ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে বহু বছর হল। ফলে বিশ্বকাপ ফুটবল সংক্রান্ত তথ্য পেতেও নেটিজেনদের অবশ্যম্ভাবী গন্তব্য সেই গুগ‌লই!

তবে গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী, খেলোয়াড়দের সম্পর্কে জানার থেকে বেশি সংখ্যক মানুষ সার্চ করছেন ম্যাচ ভিত্তিক বা সার্বিক ফুটবল বিশ্বকাপ নিয়ে। যেমন সোমবার ‘ওয়ার্ল্ড কাপ ২০১৮’ এই ‘কী-ওয়ার্ড’ দিয়ে সারা দেশে সার্চ করেছেন প্রায় ৫০ লক্ষ মানুষ। গুগল সার্চে এই ‘কি-ওয়ার্ড’ই ছি‌ল শীর্ষে। তিন নম্বরে আবার ছিল হিন্দি হরফে লেখা ‘বিশ্বকাপ ২০১৮’ ‘কি-ওয়ার্ড’টি। পাঁচ নম্বরে ছিল ব্রাজিল বনাম সুইৎজারল্যান্ড ম্যাচটি, ছ’নম্বরে বেলজিয়াম বনাম পানামা। তার আগের দিন, অর্থাৎ, রবিবারে শীর্ষে ছিল জার্মানি বনাম মেক্সিকো ম্যাচটি। ওই ‘কী-ওয়ার্ড’ দিয়ে পাঁচ লক্ষেরও বেশি সার্চ হয়েছিল সে দিন! চার ও পাঁচ নম্বরে ছিল যথাক্রমে কোস্টারিকা বনাম সার্বিয়া ও ক্রোয়েশিয়া বনাম নাইজেরিয়া ম্যাচ সংক্রান্ত তথ্য।

তবে ম্যাচ সংক্রান্ত যত আগ্রহই থাক না কেন, তার থেকে তুলনামূলক ভাবে খেলোয়াড়দের নিয়ে কম সার্চ হয়েছে বলে গুগল ট্রেন্ডসের তথ্য বলছে। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ কল্পদীপ বসু বলেন, ‘‘গুগল ট্রেন্ডসের ডেটা দেখলে বোঝা যাবে যে, খেলোয়াড়দের থেকেও বেশি খোঁজ করা হয়েছে ম্যাচ নিয়ে বা সামগ্রিক ফুটবল বিশ্বকাপ নিয়ে। ফলে যত আলোচনাই হোক মেসি বা নেইমার নিয়ে, গত সাত দিনে গুগল সার্চয়ের প্রথম কুড়িতে তাঁরা নেই-ই!’’

তবে ব্যতিক্রম সেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! গত বৃহস্পতিবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ‘কি-ওয়ার্ড’ দিয়ে সার্চ হয়েছিল লক্ষেরও বেশি। গুগল সার্চের ক্রমতালিকা অনুযায়ী যা ছিল ১৬তম স্থানে। গত শনিবার ফের গুগল সার্চের ১৫তম স্থানে উঠে এসেছিলেন রোনাল্ডো, ‘সিআর সেভেন’ নিয়ে সে দিন নেট-বিশ্বে শোরগোল উঠেছিল। কল্পদীপের কথায়, ‘‘গুগল ট্রেন্ডস জানাচ্ছে, গত সাত দিনে এখনও পর্যন্ত রোনাল্ডো, মেসি বা নেইমারকে নিয়ে সারা দেশে যত মানুষ জানতে চেয়েছেন, তাঁদের মধ্যে সব থেকে এগিয়ে রোনাল্ডোই। সারা দেশে যাঁরা ওই তিন জনকে নিয়ে সার্চ করেছেন, শতকরা হিসেবে তাঁদের মধ্যে ৫০ শতাংশ মানুষই সার্চ করেছেন রোনাল্ডোকে নিয়ে, মেসিকে নিয়ে করেছেন ৩৭ শতাংশ ও নেইমারকে নিয়ে ১৩ শতাংশ।’’

এ রাজ্যে? এখানেও রোনাল্ডোই এগিয়ে। রাজ্যে যত সার্চ হয়েছে ‘ত্রয়ী’কে নিয়ে, তাঁদের মধ্যে ৪৫ শতাংশ মানুষের তুমুল আগ্রহ সিআর সেভেনকে নিয়ে, মেসিকে নিয়ে আগ্রহ রয়েছে ৪০ শতাংশের ও নেইমারকে নিয়ে ১৫ শতাংশ মানুষ খোঁজখবর করেছেন, জানাচ্ছেন কল্পদীপ।

গুগল ট্রেন্ডস জানাচ্ছে, মেসি ও নেইমারকে নিয়ে হওয়া সার্চের ‘কি-ওয়ার্ড’ ওই দুই খেলোয়াড়ের ভক্তদের মোটেই স্বস্তি দেবে না! কারণ, মেসির ক্ষেত্রে যেমন তাঁর পেনাল্টি মিস নিয়ে সবথেকে বেশি সার্চ হয়েছে, তেমনই নেইমারের ‘ফেক ফলস’ বা অভিনয় করে মাঠে পড়ে যাওয়া রয়েছে কৌতূহলের শীর্ষে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

most searched topic Google trend World Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE