Advertisement
২৭ এপ্রিল ২০২৪
বাড়ি ভাঙা

‘ভুল তথ্য’ দেওয়ায় শো-কজে অফিসার

পুর-প্রশাসনের কাছে ‘ভুল তথ্য’ দেওয়ায় শো-কজ করা হল বিল্ডিং দফতরের এক এগ্‌জিকিউটিভ অফিসারকে। মঙ্গলবার কেশব সেন স্ট্রিটে একটি বাড়ির তিনতলার উপরে বেআইনি নির্মাণের একাংশ ভেঙে জখম হয় এক কিশোর।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৬ ০৩:০৭
Share: Save:

পুর-প্রশাসনের কাছে ‘ভুল তথ্য’ দেওয়ায় শো-কজ করা হল বিল্ডিং দফতরের এক এগ্‌জিকিউটিভ অফিসারকে। মঙ্গলবার কেশব সেন স্ট্রিটে একটি বাড়ির তিনতলার উপরে বেআইনি নির্মাণের একাংশ ভেঙে জখম হয় এক কিশোর। দিনভর পুর-প্রশাসন থেকে জানানো হয়, রাস্তার পাশে একটি পাঁচিল ভেঙে বিপত্তি। পরে পুরকর্তারা জানতে পারেন আসল ঘটনা। পরে মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, ওই বরোর এগ্‌জিকিউটিভ

ইঞ্জিনিয়ার ভুল তথ্য দিয়েছিলেন। তাই বুধবার তাঁকে শো-কজ করা হয় বলে জানান বিল্ডিং দফতরের ডিজি (২) দেবাশিস চক্রবর্তী।

পুরসভায় এ দিন খবরটি চাউর হতেই ইঞ্জিনিয়ারদের একাংশের মধ্যে ক্ষোভ বাড়ে। অনেকের বক্তব্য, ওই অফিসারকে বলির পাঁঠা করা হচ্ছে। পুলিশ থেকেই প্রথম খবর আসে, পাঁচিল ভেঙে জখম হয়েছে কিশোর। পুলিশের দেওয়া সেই তথ্যই পুরসভার কন্ট্রোল রুমে রেকর্ড করা হয়। পরে সেই তথ্য পাঠানো হয় সংশ্লিষ্ট বরো বিল্ডিং দফতরে। সেই খবরই পরে বরো এগ্‌জিকিউটিভ ইঞ্জিনিয়ারের মাধ্যমে পুরসভার পদস্থ কর্তাদের কাছে পৌঁছয়। ওই ইঞ্জিনিয়ারদের বক্তব্য, স্থানীয় কাউন্সিলরও সব দায় প্রশাসনের উপরে চালাতে চাইলেন কেন, তা বোঝা যাচ্ছে না।

পুলিশের এক পদস্থ অফিসারের আবার জবাব, ‘‘পুরসভার ওই ইঞ্জিনিয়ারেরা নিজেদের দায় ঢাকতে পুলিশের ঘাড়ে দোষ চাপাচ্ছেন।’’ এক মেয়র পারিষদ বলেন, ‘‘পুর-প্রতিনিধি, পুরসভার অফিসার এবং পুলিশ প্রত্যেকের মধ্যে সমন্বয় থাকা দরকার। এ ধরনের ঘটনায় কেউ দায় এড়িয়ে যেতে পারেন না।’’

এ দিন ওই বাড়ির বেআইনি অংশ ভেঙে দেওয়া হয়েছে বলে জানান ডিজি দেবাশিসবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kmc official show-cause
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE