Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পুরসভার পৌষমাস

বহু তাগাদা সত্ত্বেও দিনের পর দিন সম্পত্তি কর মেটাতেন না শহরবাসীর একাংশ। কাজ হতো না জরিমানা বা আরও কড়া ব্যবস্থা নেওয়ার হুমকিতেও।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৬ ০৪:০৬
Share: Save:

বহু তাগাদা সত্ত্বেও দিনের পর দিন সম্পত্তি কর মেটাতেন না শহরবাসীর একাংশ। কাজ হতো না জরিমানা বা আরও কড়া ব্যবস্থা নেওয়ার হুমকিতেও। এখন ৫০০ এবং হাজার টাকার নোট বাতিলের ধাক্কায় তাঁরা নিজে থেকেই ছুটছেন পুরকর মেটাতে। আর তার দৌলতে সোমবার প্রায় সাড়ে তিন কোটি টাকা জমা পড়ল কলকাতা পুরসভার ভাঁড়ারে।

পুরনো নোট ব্যবহারের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে সব ছাড় দিয়েছে তার তালিকায় রয়েছে পুরকরও। রবিবার ও সোমবার ছুটির দিন হওয়া সত্ত্বেও কর জমা নিতে ক্যাশ কাউন্টার খুলে রেখেছিল কলকাতা পুরসভা। এবং সারা দিনে যে টাকা জমা পড়েছে, তা পুরকর্তাদের প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা জানিয়ে দিয়েছিলাম রবি এবং সোম ছুটির দিনেও সম্পত্তি কর জমা নেওয়া হবে। এ বার পুরসভা ৫০০-১০০০-এর নোটও নেবে বলে জানাতেই করদাতারা টাকা জমা দিতে শুরু করেছেন।’’

সোমবারই পুরনো নোট নেওয়ার মেয়াদ বাড়িয়ে ২৪ নভেম্বর পর্যন্ত করার সিদ্ধান্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। পুরসভাও এ দিন জানিয়ে দিয়েছে, পুরনো নোটে সম্পত্তি কর নেওয়া চলবে ওই দিন পর্যন্ত। রবি ও সোমবার পুরসভার কাউন্টার খোলা ছিল সন্ধ্যা ৬টা পর্যন্ত। আজ, মঙ্গলবার থেকে অবশ্য পুরসভার নিয়ম মেনে বিকেল তিনটে পর্যন্তই কাউন্টার খোলা থাকবে বলে মেয়র জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kolkata municipal corporation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE