Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Calcutta News

কলকাতা পুরসভার সব স্কুলেই এ বার ইংরেজি মাধ্যমেও পড়ানোর পরিকল্পনা

বর্তমানে কলকাতা পুরসভায় শুধু ইংরেজি মাধ্যমের স্কুল রয়েছে ১৭টি। এই স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

কলকাতা পুরসভায় শুধু ইংরেজি মাধ্যমের স্কুল রয়েছে ১৭টি। গ্রাফিক: তিয়াশা দাস।

কলকাতা পুরসভায় শুধু ইংরেজি মাধ্যমের স্কুল রয়েছে ১৭টি। গ্রাফিক: তিয়াশা দাস।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ১৯:৩৮
Share: Save:

সন্তানদের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াতে গেলে হিমশিম খান অভিভাবকেরা। ভর্তির সময় মোটা টাকার ‘ডোনেশন’ তো রয়েইছে, তার সঙ্গে প্রতিমাসে লাগাম ছাড়া ফি। এ নিয়ে বেসরকারি স্কুল এবং কলেজ কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু এর পরেও পরিস্থিতি বদলায়নি। তা বলে টাকার অভাবে ইংরেজি মাধ্যমে পড়ার স্বপ্ন মুছে যাক, চান না কলকাতা পুরসভার নতুন মহানাগরিক ফিরহাদ হাকিম। তাই পুরসভা পরিচালিত ১৫৭ প্রাথমিক স্কুলে এ বার ধাপে ধাপে বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যমে পড়ার সুযোগ করে দিতে চান তিনি।

বর্তমানে কলকাতা পুরসভায় শুধু ইংরেজি মাধ্যমের স্কুল রয়েছে ১৭টি। এই স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। সে কথা মাথায় রেখে বাংলা মাধ্যম স্কুলেও যাতে ইংরেজিতে পড়ুয়ারা পড়তে পারে, সে ব্যবস্থা করতে চলেছে পুরসভা। এর পরে পুরসভার হিন্দি, উর্দু, ওড়িয়া মাধ্যম স্কুলেও যাতে ছাত্রছাত্রীরা ইংরেজি পড়তে পারে, সে বিষয়েও চিন্তাভাবনা চলছে।

(আজকের তারিখে গুরুত্বপূর্ণ কী কী ঘটেছিল অতীতে, তারই কয়েক ঝলক দেখতে ক্লিক করুন— ফিরে দেখা এই দিন।)

এ বিষয়ে মেয়র পারিষদ (শিক্ষা) অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “প্রথম ধাপে ২০ স্কুলে বাংলার পাশাপাশি ইংরেজিতে পড়ার ব্যবস্থা করা হবে। সাড়া মিললে বাকি স্কুলগুলিতেও দ্রুত ইংরেজি পড়ানোর বন্দোবস্ত করা হবে।”

আরও পড়ুন: ‘আগে হ্যাপি নিউ ইয়ার হোক, পরে প্যান্ডেল খুলব’

আরও পড়ুন: ৯০-য়েই কি আউট হবে ‘তিন নম্বর’

এ দিকে পুরসভা সূত্রে খবর, কিছু দিনের মধ্যেই পুর স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। প্রায় ৪০০ জন শিক্ষক নিয়োগ করা হবে। যারা আবেদন করবেন, তাঁদের অবশ্যই ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার সার্টিফিকেট দেখাতে হবে। তবেই তারা আবেদন করতে পারবেন। তবে এ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। পুরসভার বিরোধীদের বক্তব্য, যাঁরা বাংলা মাধ্যমে পড়ছেন, তারা কি ইংরেজিতে পড়াতে পারেন না? অনেকেই রয়েছেন, বাংলা মাধ্যমে পড়াশোনা করেও ইংরেজিতে ভাল ভাবে কথা বলতে বা লিখতে পারেন!

(কলকাতা শহরের রোজকার ঘটনার বাছাই করাবাংলা খবরপড়তে চোখ রাখুন আমাদেরকলকাতাবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Education KMC Kolkata Municipal Corporation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE