Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ভূগর্ভের কেব্‌ল ফেটে ধস ফুটপাতে

বিস্ফোরণের খবর পেয়ে আসেন পদস্থ পুলিশকর্তারা। আসে পুলিশ কুকুরও।

ফুটপাতে ধস নামার পরে ঘটনাস্থলে দমকল।—ফাইল চিত্র

ফুটপাতে ধস নামার পরে ঘটনাস্থলে দমকল।—ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০২:৫১
Share: Save:

ছুটির সন্ধ্যার বি বা দী বাগ চত্বর। ইতিউতি ছড়িয়ে আছেন স্থানীয় দোকানদারেরা। আচমকা প্রচণ্ড শব্দ, সঙ্গে ধোঁয়া। লোকজন প্রথমে ভেবেছিলেন, কোনও বাড়ি ভাঙল বুঝি। কিন্তু একটু পরেই ভুল ভাঙে। দেখা যায়, বাড়ি নয়, ফুটপাতের একাংশ জুড়ে ধস নেমেছে। রবিবার বি বা দী বাগের হেমন্ত বসু সরণিতে স্টিফেন হাউসের সামনে এই ঘটনা ঘিরে সাময়িক আতঙ্ক ছড়ায়। তবে ফুটপাতে রাখা হকারদের কয়েকটি ডালা অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া বড় দুর্ঘটনা ঘটেনি। পুলিশের অনুমান, ফুটপাতের নীচ দিয়ে যাওয়া কেব্‌ল কোনও ভাবে ফেটে এই বিপত্তি।

স্টিফেন হাউসের কাছেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের এটিএমে নিরাপত্তারক্ষীর কাজ করেন নিশীথ পাল। তিনি বলেন, ‘‘এটিএমের সামনেই ছিলাম। হঠাৎ বিকট একটা আওয়াজ শুনি। প্রথমে ভেবেছিলাম, স্টিফেন হাউসের কোনও অংশ হয়তো ভেঙে পড়েছে। গিয়ে দেখি, ফুটপাতে ধস নেমেছে। চারদিকে ছড়িয়ে রয়েছে ইট।’’ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ফুটপাতে বসানো ইট ছিটকে বড় রাস্তায় গিয়ে পড়ে। সুবোধ সিংহ নামে ‌এক দোকানদার বলেন, ‘‘ভাগ্যিস আজ রবিবার! আমার ডালা বন্ধ ছিল। কাজের দিনে এমন হলে কী যে হত, ভেবেই আতঙ্ক হচ্ছে।’’

বিস্ফোরণের খবর পেয়ে আসেন পদস্থ পুলিশকর্তারা। আসে পুলিশ কুকুরও। পুলিশের এক কর্তা বলেন, ‘‘কীসের কেব্‌ল ফেটে এমন হল, এখনও পরিষ্কার নয়। তবে ফুটপাতের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Explosion Underground Cable Stephen House
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE