Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অবৈধ নির্মাণ, পার্কিং রোধে জরুরি বৈঠক

পাশাপাশি, শহর থেকে জঞ্জালকুড়ানিদের সরিয়ে দিতে চায় পুর প্রশাসন।

ফিরহাদ হাকিম।

ফিরহাদ হাকিম।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯ ০৩:৪৮
Share: Save:

বেআইনি নির্মাণ, অবৈধ ভাবে গাড়ি পার্কিং এবং পুকুর ভরাট বন্ধ করা নিয়ে শনিবার এক জরুরি বৈঠক করলেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানে কলকাতা পুলিশের পদস্থ কর্তাদের পাশাপাশি হাজির ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন, ভূমি ও ভূমি সংস্কার, নারী ও শিশুকল্যাণ, স্বাস্থ্য এবং পূর্ব রেলওয়ের একাধিক দফতরের অফিসারেরা। পরে মেয়র জানান, ইতিমধ্যেই পুকুর ভরাট নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ব্যবস্থা নিতে বলা হয়েছে পুলিশকে। বেআইনি নির্মাণ নিয়েও সজাগ থাকতে হবে পুলিশ ও পুরসভাকে। আর যত্রতত্র বেআইনি ভাবে গাড়ি পার্কিং করা থাকলে তা তুলে নিতে বলা হয়েছে পুলিশকে।

পাশাপাশি, শহর থেকে জঞ্জালকুড়ানিদের সরিয়ে দিতে চায় পুর প্রশাসন। বিনিময়ে তাঁদের ধাপায় জায়গা দেওয়া হবে। সেখানে এক লক্ষ বর্গফুট ছাউনি করবে পুরসভা। এ দিন পুলিশকে বলা হয় জঞ্জালকুড়ানিদের চিহ্নিত করতে। মেয়র জানান, শহরের ভিতরে জঞ্জাল কুড়োনোর কাজ আর করতে দেওয়া হবে না। তার বদলে স্বাস্থ্যসম্মত ভাবে তাঁদের রুজি-রোজগারের ব্যবস্থা করা হবে। ছাউনির ভিতরে রাখা হবে জঞ্জাল। সেখান থেকেই তাঁরা বেছে নিতে পারবেন। রাতে থাকার জন্য নৈশাবাসও করে দেবে পুরসভা। মেয়র জানান, ইতিমধ্যেই নৈশাবাস গড়ার জন্য শহরের বিভিন্ন এলাকায় কয়েকটি জায়গা পাওয়া গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE