Advertisement
২৭ এপ্রিল ২০২৪

তালিকায় ফিরহাদের নাম ২১ দিন পরে

পুর আধিকারিকেরা জানাচ্ছেন, শোভন চট্টোপাধ্যায় মেয়র থাকাকালীনই অনলাইনে নিজেদের উপস্থিতি বাড়ানোর জন্য উদ্যোগী হয়েছিলেন পুর কর্তৃপক্ষ। সেই মতো ওয়েবসাইট সাজানোর কাজ শুরু হয়েছিল। কিন্তু অন্য অনেক প্রকল্পের মতো ওই কাজও অসম্পূর্ণ থেকে যায়।

মেয়রের তালিকায় ফিরহাদের নাম।

মেয়রের তালিকায় ফিরহাদের নাম।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ০১:০৪
Share: Save:

শেষ পর্যন্ত শহরের মেয়র-তালিকায় নাম ঢুকল ফিরহাদ হাকিমের। গত ৩ ডিসেম্বর মেয়র পদে বসার পরে তিন সপ্তাহ কেটে গেলেও শুক্রবার পর্যন্ত পুরসভার ওয়েবসাইটে ‘মেয়র্‌স অব কলকাতা’ বিভাগে নাম ওঠেনি তাঁর। বিষয়টি প্রকাশ্যে আসায় তড়িঘড়ি তালিকায় ফিরহাদের নাম ঢোকানো হয়েছে বলে পুরসভা সূত্রের খবর।

পুর আধিকারিকেরা জানাচ্ছেন, শোভন চট্টোপাধ্যায় মেয়র থাকাকালীনই অনলাইনে নিজেদের উপস্থিতি বাড়ানোর জন্য উদ্যোগী হয়েছিলেন পুর কর্তৃপক্ষ। সেই মতো ওয়েবসাইট সাজানোর কাজ শুরু হয়েছিল। কিন্তু অন্য অনেক প্রকল্পের মতো ওই কাজও অসম্পূর্ণ থেকে যায়। ফলে ওয়েবসাইটে নানা তথ্য ‘আপডেট’ করার কাজ সময়ে হয়নি। সে কারণেই এই বিপত্তি।

যদিও পুর প্রশাসনের আর একটি অংশের বক্তব্য, পুরসভার হোমপেজে মেয়র হিসেবে ফিরহাদের নাম ও ছবি সঙ্গে সঙ্গেই দেওয়া হয়েছিল। শুধু পুরসভার ইতিহাস বিভাগে যে কলকাতার মেয়রের ক্রমতালিকা রয়েছে, সেখানে তাঁর নাম অন্তর্ভুক্ত হয়নি। সেই তালিকা শোভন পর্যন্ত এসেই থেমে গিয়েছিল। এক আধিকারিকের কথায়, ‘‘বিষয়টা একেবারেই ইচ্ছাকৃত নয়। শুধু চোখ এড়িয়ে গিয়েছিল। প্রকাশ্যে আসতেই তা ঠিক করা হয়েছে।’’ ফলে বর্তমানে ওয়েবসাইটে কলকাতার ৩৮তম মেয়র হিসেবে ফিরহাদের নাম উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর ফিরহাদের নেতৃত্বাধীন মেয়র পরিষদের প্রথম বৈঠকেও শোভনের সই করা একাধিক প্রস্তাব উঠেছিল। যা নিয়ে স্বাভাবিক ভাবেই বিতর্ক শুরু হয়েছিল পুর প্রশাসনের অন্দরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata Mayor KMC Firhad Hakim
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE