Advertisement
১০ মে ২০২৪

দরপত্রে মেনুকার্ডের ‘ত্রুটি’ সংশোধন

গত মার্চে প্রথম দরপত্রে মেনুকার্ড ছাপানোর ওই ঘটনা প্রকাশ্যে আসে। কিন্তু স্বচ্ছতা আনতে গিয়ে পুরসভার দরপত্রকে আস্ত মেনুকার্ডে পাল্টে ফেলা অনেকেই সমর্থন করেননি।

ফিরহাদ হাকিম।—ফাইল চিত্র।

ফিরহাদ হাকিম।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৯ ০১:৩২
Share: Save:

পুরসভার দরপত্রকে খাবারের মেনুকার্ড করা যাবে না। সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষিতে এমনই সিদ্ধান্ত নিল কলকাতা পুর প্রশাসন।

প্রসঙ্গত, পুরসভার মাসিক অধিবেশন বা গুরুত্বপূর্ণ কোনও বৈঠকের পরে খাওয়াদাওয়ার রেওয়াজ আছে পুরসভায়। কিন্তু সমস্ত কাজে স্বচ্ছতা আনতে গিয়ে খাবারের আয়োজনেও দরপত্র ডাকার রীতি শুরু হয়েছে মেয়র ফিরহাদ হাকিমের আমলে।

কিন্তু তা করতে গিয়েই বিপত্তির শুরু। এর আগে দরপত্রেই আস্ত খাবারের মেনু ছাপিয়ে ফেলেছিল পুরসভার সংশ্লিষ্ট দফতর। মিক্সড চাউমিন, প্যান ফ্রায়েড ফিশ-সহ অনেক খাবারেরই উল্লেখ ছিল সেখানে। গত মার্চে প্রথম দরপত্রে মেনুকার্ড ছাপানোর ওই ঘটনা প্রকাশ্যে আসে। কিন্তু স্বচ্ছতা আনতে গিয়ে পুরসভার দরপত্রকে আস্ত মেনুকার্ডে পাল্টে ফেলা অনেকেই সমর্থন করেননি। তাই চলতি মাসের শেষে মাসিক পুর অধিবেশনের আগে যে দরপত্র ডাকা হয়েছে, সেখানে বাদ দেওয়া হয়েছে খাবারের তালিকা। বরং গত ১৯ তারিখে ডাকা ওই দরপত্রে শুধু এটুকুই বলা হয়েছে যে, অধিবেশনে খাবারের প্যাকেট সরবরাহ করা হবে। আর খাবারের মেনুর জন্য সংশ্লিষ্ট সরবরাহকারী সংস্থাকে পুর সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এক পদস্থ পুরকর্তার কথায়, ‘‘দরপত্রে খাবারের মেনু তুলে দেওয়াটা অর্থহীন। আগে এ বিষয়ে কিছু পদ্ধতিগত ত্রুটি হয়েছিল। তা সংশোধন করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Firhad Hakim Kolkata Kolkata Municipal Corporation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE