Advertisement
০৪ মে ২০২৪
Robbery

সাউথ সিটির সামনে বন্দুক দেখিয়ে লুঠ

রাতের শোয়ে সিনেমা দেখে ফিরছিলেন। মলের বাইরে বেরিয়ে পাশের গলি ধরে হাঁটছিলেন, তখনই পেছন থেকে তীব্র গতিতে আসে একটি মোটরবাইক। তার পর...

এই বাইকে চেপেই আসে দুষ্কৃতীরা। —নিজস্ব চিত্র।

এই বাইকে চেপেই আসে দুষ্কৃতীরা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ১৮:২৮
Share: Save:

সাউথ সিটি থেকে রাতের শোয়ে সিনেমা দেখে ফিরছিলেন যাদবপুরের বাসিন্দা এক দম্পতি। রাতে যখন তাঁরা মলের বাইরে বেরিয়ে পাশের গলি ধরে হাঁটছিলেন, তখনই পেছন থেকে তীব্র গতিতে আসে একটি মোটরবাইক। বাইকে তিনজন।

এসেই তাঁরা দম্পতিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মোবাইল,ঘড়ি, টাকাপয়সা দিতে বলে। তাঁরা প্রথমে বাধা দিতে গেলে এক দুষ্কৃতী ওই যুবকের স্ত্রীর মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করে, তার পরসমস্ত মালপত্র নিয়ে চম্পট দেয়।

গলির মুখেই একটি বহুতলে থাকেন দেবাশিস বল। তিনি শুক্রবার বলেন, ‘‘রাতে আমার স্ত্রী জেগেছিলেন। তিনি হঠাৎ গলিতে কথাবার্তার আওয়াজ পান।’’তিনি আরও বলেন,“বারান্দা দিয়ে আমার স্ত্রী দেখেন, একটি বাইক চলে যাচ্ছে এবং ওই দম্পতি কান্নাকাটি করছেন। আমরা সঙ্গে সঙ্গে ১০০-তে ডায়াল করি। কয়েক মিনিটের মধ্যেই পুলিশ আসে।”

ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন

আরও পড়ুন: লকারে চেক, সেই চেকেই চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে গায়েব ২০ লাখ

পুলিশ সূত্রে খবর, দম্পতির সঙ্গে কথা বলে বাইকের বর্ণনা অনুযায়ী সমস্ত টহলদারি ভ্যানকে সতর্ক করা হয়। কিছুক্ষণের মধ্যেই গল্ফগ্রিন এলাকায় ওই বর্ণনা অনুযায়ী একটি বাইক টহলদারি ভ্যানের মুখোমুখি হয়ে যায়। পুলিশ সঙ্গে সঙ্গে পাকড়াও করে দু’জনকে। অন্য একজন বাইক থেকে লাফ মেরে পালায়। যদিও কিছুক্ষণ পরই রাস্তায় ওই যুবককেও পাকড়াও করে পুলিশ। সূত্রের খবর, ওই যুবক পালানোর সময় নর্দমায় পড়ে গিয়েছিল। পরে তার ভিজে কাদা মাখা জামা দেখে পাকড়াও করা হয়।

আরও পড়ুন: শোভন কাউন্সিলরের পদ ছাড়লে স্বাগত, ভাবী মেয়র ফিরহাদকে শুভেচ্ছা জানিয়ে বললেন রত্না

ওদের জেরা করে আরও একজনের হদিশ পায় পুলিশ। সূত্রের খবর, প্রথমে স্বীকার না করলেও পরে তারা এই ডাকাতির কথা স্বীকার করে। ধৃতদের কাছ থেকে লুঠের সব মালপত্রই উদ্ধার করা হয়েছে। পাওয়া গিয়েছে আগ্নেয়াস্ত্রও। ধৃতরা হল ইউসুফ আহমেদ, অরিজিত সিংহ, ইজাজ আহমেদ এবং রবীন আহমেদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দলটি আরও একাধিক এ রকম ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। পথ চলতি মানুষের গায়ে প্লাস্টিকের সাপ ছুঁড়ে বিভ্রান্ত করে ছিনতাইয়ের ঘটনাও ঘটিয়েছে এই দলটিই। ধৃতদের জেরা করে দলের বাকিদের হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।

(কলকাতা শহরের রোজকার ঘটনার বাছাই করাবাংলা খবরপড়তে চোখ রাখুন আমাদেরকলকাতাবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Robbery Kolkata Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE