Advertisement
০৫ মে ২০২৪

জাদুঘরে খুলছে চারটি গ্যালারি

ম্যামাল গ্যালারির পাশাপাশি ‘জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া’র আরও দু’টি এবং ‘বট্যানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া’র একটি গ্যালারির উদ্বোধন হতে চলেছে ওই দিন।

প্রস্তুতি: ‘ম্যামাল’ গ্যালারিতে শেষ মুহূর্তের ঝাড়পোঁছ। সোমবার, জাদুঘরে। ছবি: বিশ্বনাথ বণিক

প্রস্তুতি: ‘ম্যামাল’ গ্যালারিতে শেষ মুহূর্তের ঝাড়পোঁছ। সোমবার, জাদুঘরে। ছবি: বিশ্বনাথ বণিক

নিজস্ব সং‌বাদদাতা
শেষ আপডেট: ০৮ মে ২০১৮ ০২:২৯
Share: Save:

তিমির কঙ্কাল কেমন? কেমন দেখতে রেকর্ড উচ্চতাবিশিষ্ট হাতির কঙ্কাল? ১৭৫৮ সালের রয়্যাল বেঙ্গল টাইগারই বা কেমন দেখতে ছিল?

সংস্কারের জন্য গত আড়াই বছর ধরে বন্ধ ছিল সংগ্রহশালা। ফলে সে সব দেখার উপায় ছিল না এতদিন। সংস্কারের পরে কাল, বুধবার ভারতীয় জাদুঘরে নতুন ভাবে ম্যামাল গ্যালারির উদ্বোধন হতে চলেছে। যেখানে আবার সে সব দেখা যাবে। এই অনুষ্ঠানে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি এবং কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী হর্ষবর্ধন উপস্থিত থাকবেন বলে সোমবার জানালেন জাদুঘরের অধিকর্তা রাজেশ পুরোহিত।

ম্যামাল গ্যালারির পাশাপাশি ‘জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া’র আরও দু’টি এবং ‘বট্যানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া’র একটি গ্যালারির উদ্বোধন হতে চলেছে ওই দিন। রাজেশবাবু বলেন, ‘‘রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে এই চারটি গ্যালারি আমাদের তরফে কলকাতাবাসীকে উপহার।’’

প্রসঙ্গত, ২০১৫-’১৬ সালের পর থেকে সংস্কারের কাজের জন্য ওই গ্যালারিগুলি বন্ধ করা ছিল। জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তিনটি গ্যালারি সংস্কার করতে প্রায় ১৭ কোটি টাকা ও বট্যানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার গ্যালারিটি নতুন ভাবে তৈরি করতে প্রায় ২৬ কোটি টাকা খরচ হয়েছে। জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অধিকর্তা কৈলাস চন্দ্র বলেন, ‘‘এই নতুন গ্যালারিতে ১৩৪ ধরনের প্রজাতি প্রদর্শিত হবে।’’

ইতিহাস বলছে, এক সময়ে জাদুঘরের বিল্ডিংয়েই কুইনাইন ট্যাবলেট প্রস্তুত করত ব্রিটিশরা। শতবর্ষ পেরিয়ে যাওয়া সেই কুইনাইন ট্যাবলেট তৈরির যন্ত্রও এ বার দেখা যাবে বট্যানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার গ্যালারিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mammal gallery inaugration Indian Museum
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE