Advertisement
২৭ এপ্রিল ২০২৪

পুলিশ-দমকলের বিশেষ নজর বইমেলায়

আসন্ন বইমেলায় লিটল ম্যাগাজ়িনের এলাকা থেকে বাংলাদেশ-সহ বিভিন্ন দেশের প্যাভিলিয়নে নিরাপত্তায় জোর দিচ্ছে বিধাননগর পুলিশ। সোমবার বইমেলার উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বিষয়টি ঠিক হয়েছে। 

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share: Save:

আসন্ন বইমেলায় লিটল ম্যাগাজ়িনের এলাকা থেকে বাংলাদেশ-সহ বিভিন্ন দেশের প্যাভিলিয়নে নিরাপত্তায় জোর দিচ্ছে বিধাননগর পুলিশ। সোমবার বইমেলার উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বিষয়টি ঠিক হয়েছে।

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড-এর সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, ‘‘পুলিশের পরামর্শ অনুযায়ী আমরা সিসি ক্যামেরা বসাচ্ছি। গত বছর ৬৫টির বদলে এ বার ১০০টির বেশি সিসি ক্যামেরা থাকবে।’’ সূত্রের খবর, গোটা বইমেলা জুড়ে বিভিন্ন স্পর্শকাতর এলাকাতেই এ বার সিসি ক্যামেরা এবং সাদা পোশাকের পুলিশ মজুত থাকবে। এর মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের সভাঘর বা শাসক দলের মুখপত্রের স্টল, যেখানে নেতা-মন্ত্রী-ভিআইপিদের সমাগম বেশি, তা খেয়াল রাখা হচ্ছে।

বইমেলার অগ্নিসুরক্ষার বিষয়টি নিয়েও উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমকলমন্ত্রী সুজিত বসু এ দিন মেলার মাঠ ঘুরে গিল্ড সভাপতি সুধাংশু দে-কে সবিস্তার পরামর্শ দিয়েছেন। মেলার মাঠের পিছনে জলের জোগান ব্যবহারে কোনও সমস্যা এড়াতে ওই তল্লাট পরিষ্কার রাখতে বলেছেন তিনি। সুজিতবাবু বলেন, ‘‘অগ্নিসুরক্ষা এ বার বাড়তি গুরুত্ব পাচ্ছে। চারটি ইঞ্জিন, এবং দমকলকর্মীদের ১০টি মোটরবাইক থাকবে। আগুন নেভানোর পাইপলাইন এবং বিদ্যুতের ওয়্যারিংও খতিয়ে দেখা হচ্ছে।’’ গিল্ড-কর্তারাও এ বার আগুন নেভানোর বাড়তি বেসরকারি সুরক্ষাকর্মী মোতায়েন করছেন। বইমেলার বিভিন্ন গেটগুলিতেও সিসি ক্যামেরা বসানো হচ্ছে। গিল্ড ও সরকারি সূত্রের খবর, বইমেলা লাগোয়া তল্লাটে যান চলাচল ব্যবস্থা সুশৃঙ্খল রাখতেও সিসি ক্যামেরা ও পুলিশকর্মীরা থাকবেন। দর্শকদের সাহায্যে পথনির্দেশ ও বাসের খবর দিতে মেলার বাইরে লাগাতার ঘোষণার বন্দোবস্তও করবে পুলিশ। বৃহস্পতিবার বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE