Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বকেয়া পিএফ হাতে নিয়ে কাজে যোগদানের দাবি

এ দিন অবস্থান বিক্ষোভের সময়ে ওই চটকলের গেটে আসেন ডেপুটি লেবার কমিশনার অরূপ খান।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৯ ০১:১০
Share: Save:

কর্মীদের বকেয়া টাকা কর্তৃপক্ষ মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে মিল চালু করতে বলার পরেও বুধবার কাজে যোগ দিলেন না হাওড়া চটকলের কর্মীরা। এ দিনও তাঁরা মিলের দু’পাশের দু’টি গেট অবরোধ করে রেখে অবস্থান বিক্ষোভ করেন। তবে এ দিন চটকল কর্তৃপক্ষ ১৪৪ ধারা জারি করায় গেটের সামনে জমায়েত করতে পারেননি কর্মীরা। আশপাশ থেকে তাঁরা এ দিন কাউকেই গাড়ি নিয়ে ভিতরে ঢুকতে দেননি। এমনকি, রাজ্য শ্রম দফতরের এক আধিকারিকের গাড়ি বাইরে রেখে হেঁটে চটকলে ঢুকতে বাধ্য করেছেন তাঁরা।

মঙ্গলবার ওই চটকলের তৃণমূল ইউনিয়নের পক্ষ থেকে গেটের সামনে সভা করে ঘোষণা করা হয়েছিল কর্তৃপক্ষ কর্মীদের বকেয়া পিএফ, গ্র্যাচুইটি-সহ অন্যান্য টাকা ফিরিয়ে দেবেন। বহিষ্কৃত কর্মীকেও ফিরিয়ে নেওয়া হবে বলে জানানো হয়েছিল। যদিও এই সভা করার সময়ে বিক্ষোভরত কর্মীরা কালো পতাকা দেখানোয় তৃণমূল শ্রমিক সংগঠনের নেতারা সেখান থেকে চলে যান বলে পুলিশ সূত্রের খবর। এর পরে এ দিনও কাজে যোগ না দিয়ে গেটের বাইরে সকাল থেকেই জড়ো হন কর্মীরা।

এ দিন ফোরশোর রোডের গেটের সামনে দাঁড়িয়ে বেঙ্গল জুট শ্রমিক সঙ্ঘ বা বিজেএসএস-এর সাধারণ সম্পাদক সরল মিয়াঁ জানান, গত ২০১৩ মার্চ থেকে পিএফ-এর টাকা জমা পড়েনি। ২০১১ থেকে গ্র্যাচুইটির টাকা পাচ্ছেন না অবসরপ্রাপ্ত কর্মীরা। তিনি বলেন, “আমরা যখন বিষয়টি জানতে পারি, তখন থেকেই এই শ্রম আইন বিরোধী কাজের প্রতিবাদ করতে শুরু করি। সে কারণে গত শুক্রবার চার্জশিট দিয়ে আমাকে বহিষ্কার করা হয়। তাই শেষ পর্যন্ত আমরা কাজ বন্ধ করে আন্দোলনের পথে নামি।’’

আজ কোথায় কোথায় ভোট, দেখে নিন

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এ দিন অবস্থান বিক্ষোভের সময়ে ওই চটকলের গেটে আসেন ডেপুটি লেবার কমিশনার অরূপ খান। তাঁকেও বিক্ষোভকারীরা বাইরে গাড়ি রেখে হেঁটে যেতে বাধ্য করেন। বিজেএসএস-এর সহ-সভাপতি সুদামা চৌধুরী জানান, বৃহস্পতিবার নিউ সেক্রেটারিয়েট ভবনে লেবার কমিশনার এবং প্রভিডেন্ড ফান্ড কমিশনারের সঙ্গে যৌথ বৈঠক আছে। সেখানে তাঁদের ডেকে পাঠানো হয়েছে। সুদামা বলেন, “যত দিন না শ্রমিকদের পিএফ, গ্র্যাচুইটি-সহ সব বকেয়া টাকা জমা পড়ছে, তত দিন কর্মবিরতি চলবে। মিলে কোনও কাজ হবে না।’’

মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, “কর্তৃপক্ষ তো জানিয়েছেন বকেয়া সব টাকা, বাউন্স হওয়া চেকের টাকা ফিরিয়ে দেবেন। মনে হচ্ছে অন্য কোথাও থেকে বাধা পাচ্ছেন কর্মীরা। তাঁদের বিষয়টি বোঝাব। আশা করি দু’-এক দিনের মধ্যে চটকলটি চালু হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Strike Howrah Jute Mill
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE