Advertisement
৩০ এপ্রিল ২০২৪

ক্যাম্পাস সাক্ষাৎকারে প্রচুর চাকরি, দাবি যাদবপুরের

গত বছর ক্যাম্পাস ইন্টারভিউয়ে যোগ দেওয়া পড়ুয়াদের ৮৫% চাকরি পেয়েছিলেন। এ বার ৮৫% শতাংশের বেশি চাকরি পেয়েছেন বলে কর্তৃপক্ষের দাবি।

মধুমিতা দত্ত
শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৮ ০২:৩০
Share: Save:

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলেছিলেন, ‘‘নিরানব্বইটি জায়গা ভাল। এই একটি জায়গা খারাপ।’’ সেই যাদবপুরে এ বার গত বছরের থেকেও ক্যাম্পাস ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়ার হার বেশি বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ।

গত বছর ক্যাম্পাস ইন্টারভিউয়ে যোগ দেওয়া পড়ুয়াদের ৮৫% চাকরি পেয়েছিলেন। এ বার ৮৫% শতাংশের বেশি চাকরি পেয়েছেন বলে কর্তৃপক্ষের দাবি। প্লেসমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শমিতা ভট্টাচার্য শুক্রবার জানান, গত বছর ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৫ জন পড়ুয়া ৩০ লক্ষ টাকার বেশি বার্ষিক প্যাকেজ পেয়েছিলেন। এ বার সংখ্যাটা বেড়েছে। এ বার ৩০ থেকে ৪২ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজ পেয়েছেন ৪০ জন। ক্যাম্পাস ইন্টারভিউ দিয়ে সব থেকে বেশি, ৪২ লক্ষ টাকার প্যাকেজের চাকরি পেয়েছেন দু’জন। তাঁদের এক জন কম্পিউটার সায়েন্স বিভাগের পড়ুয়া, অন্য জন তথ্যপ্রযুক্তি বিভাগের। তবে তথ্যপ্রযুক্তি বিভাগের ওই পড়ুয়া চাকরি নেননি। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছেন তিনি। শমিতাদেবী জানান, কম্পিউটার সায়েন্স বিভাগে এ বার সর্বনিম্ন প্যাকেজ ১০ লক্ষ টাকা। এই বিভাগের পড়ুয়ারা গড়ে ২০ লাখ টাকা বার্ষিক প্যাকেজের চাকরি পেয়েছেন।

যাদবপুরে যে-সব পড়ুয়া কেন্দ্রীয় ভাবে প্লেসমেন্ট কো-অর্ডিনেশনের দায়িত্ব থাকেন, কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র সুকল্যাণ সেন তাঁদের এক জন। ক্যাম্পাস ইন্টারভিউয়ে চাকরি পেয়ে বেঙ্গালুরু চলে গিয়েছেন। তিনি জানান, কম্পিউটার সায়েন্স এবং তথ্যপ্রযুক্তি বিভাগে এ বার ১০০% প্লেসমেন্ট হয়েছে। কম্পিউটার সায়েন্স বিভাগের বেশ কয়েক জন একসঙ্গে দু’তিনটি চাকরির অফার পেয়েছে। ‘‘এত আন্দোলন। এত কিছু। তার মধ্যে যাদবপুরের এই সাফল্যের কথাটাও সকলের জানা উচিত,’’ বললেন সুকল্যাণ।

কেন্দ্রীয় ভাবে প্লেসমেন্ট কো-অর্ডিনেশনের দায়িত্বে থাকা অন্য এক পড়ুয়া সাকেত লোহিয়া জানান, তথ্যপ্রযুক্তি সংস্থার পাশপাশি এ বার বেশ বড় সংখ্যায় এসেছে উৎপাদন শিল্প সংস্থাও। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়া সাকেতের দাবি, এ বার বেশ কয়েকটি এনআইটি-র থেকেও যাদবপুরের প্লেসমেন্ট ভাল। তিনি বলেন, ‘‘কোর সেক্টরের বেশ কিছু কোম্পানি এসেছে। ফলে সব বিষয়ের পড়ুয়াদের আইটি কোম্পানিতে চাকরি নিতে হয়নি।’’

সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্রিন্টিং, ফার্মাসি, ইনস্ট্রুমেন্টেশন, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়াদের চাকরি পাওয়ার হারও খুবই ভাল বলে জানাচ্ছেন শমিতাদেবী। ১৮ জন পড়ুয়া এ বার বিদেশের উৎপাদন শিল্প সংস্থায় চাকরি পেয়েছেন।

কলা এবং বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা সাধারণত ক্যাম্পাস ইন্টারভিউয়ে যোগ দেন না। উচ্চশিক্ষা নিতে চলে যান। তবে কলা ও বিজ্ঞান বিভাগের যে-ক’জন ছাত্রছাত্রী ইন্টারভিউয়ে যোগ দিয়েছিলেন, তাঁরাও ভাল ফল করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

campus interview Jadavpur University
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE