Advertisement
২৬ এপ্রিল ২০২৪

প্রতিবাদ সভার ফলে যানজটের আশঙ্কা আজও

এ দিন ১৭টি বামপন্থী এবং সহযোগী দলের তরফে কেন্দ্রীয় মিছিলের ডাক দেওয়া হয়েছে। যা শুরু হবে মৌলালির রামলীলা ময়দান থেকে।

জনজোয়ার: নাগরিকত্ব আইনের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল।—ছবি পিটিআই।

জনজোয়ার: নাগরিকত্ব আইনের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল।—ছবি পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ০৩:৩০
Share: Save:

নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে তিন দিনের মিছিলের পরে আজ, বৃহস্পতিবার প্রতিবাদ সভার ডাক দিয়েছে শাসক দল তৃণমূল। ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ে ওই সভা হওয়ার কথা। একই বিষয়ে এ দিন আরও তিনটি মিছিল বার হওয়ার কথা শহরে। ফলে চার মিছিলের ঘেরাটোপে সপ্তাহের প্রথম তিনটি কাজের দিনের মতোই আজ, বৃহস্পতিবার শহর জুড়ে যানজটের আশঙ্কা থাকছেই।

এ দিন ১৭টি বামপন্থী এবং সহযোগী দলের তরফে কেন্দ্রীয় মিছিলের ডাক দেওয়া হয়েছে। যা শুরু হবে মৌলালির রামলীলা ময়দান থেকে। শেষ হবে পার্ক সার্কাসে। অন্য দিকে, বিশিষ্টজনেদের একাংশ একটি মিছিল করবেন মৌলালি থেকে। তা এস এন ব্যানার্জি রোড ধরে ধর্মতলার দিকে যাবে। প্রদেশ কংগ্রেসও ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের রামমন্দির পর্যন্ত মিছিল করবে।

লালবাজার জানিয়েছে, তিন দিনে তিনটি মিছিলের পরে নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে বৃহস্পতিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সমাবেশে যোগ দিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসবে ধর্মতলায়। বিকেল চারটে নাগাদ মুখ্যমন্ত্রীর সেখানে উপস্থিত থাকার কথা। তবে দুপুরের পর থেকেই শিয়ালদহ, হাওড়া, হাজরা-সহ বিস্তীর্ণ এলাকা থেকে মিছিল এলে যানজট তৈরি হতে পারে। ওই সমাবেশ চলাকালীন প্রদেশ কংগ্রেসের মিছিল ধর্মতলা থেকে হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। বামপন্থী এবং সহযোগী দলের মিছিল মৌলালি, এজেসি বসু রোড, মল্লিকবাজার হয়ে পার্ক সার্কাস যাবে। যার জেরে শিয়ালদহ চত্বরে জটের আশঙ্কা থাকছে।

আরও পড়ুন: পুতুল নাচ আর পটচিত্রে যক্ষ্মার পাঠ পড়ুয়াদের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Citizenship Amendment Act TMC Traffic
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE