Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Child Death

জোড়া অপরিণত শিশুর দেহ উদ্ধার

প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, শিশু দু’টির বয়স পঁচিশ থেকে ছাব্বিশ সপ্তাহ। রাত পর্যন্ত শিশু দু’টির সম্বন্ধে বিশেষ কিছু জানতে পারেনি পুলিশ।

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২০ ০৪:০৩
Share: Save:

বন্দর এলাকার নাদিয়ালে গঙ্গার ধার থেকে দু’টি অপরিণত শিশুকে উদ্ধার করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ওই শিশু দু’টিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, শিশু দু’টির বয়স পঁচিশ থেকে ছাব্বিশ সপ্তাহ। রাত পর্যন্ত শিশু দু’টির সম্বন্ধে বিশেষ কিছু জানতে পারেনি পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে নাদিয়াল থানা।

পুলিশ জানিয়েছে, সোমবার সকাল ন’টা নাগাদ নাদিয়াল থানা এলাকার রিভার সাইড রোডের পাশে একটি ইটভাটা লাগোয়া গঙ্গার ধারে প্রাতঃকৃত্য সারতে গিয়েছিলেন এক ব্যক্তি। তিনিই প্রথমে সবুজ কাপড়ে মোড়া দুই শিশুপুত্রকে পড়ে

থাকতে দেখে ঘটনাটি এলাকাবাসীদের জানান। ঘটনাকে কেন্দ্র সকাল থেকে রিভার সাইড রোডে ভিড় জমে যায়। শিশু দু’টিকে কোনও নার্সিংহোম থেকে এসে ফেলে দিয়ে যাওয়া হয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। কলকাতা পুলিশের বন্দর ডিভিশনের ডিসি ওয়াকার রেজা বলেন, ‘‘এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। কাদের সন্তান তা-ও শনাক্ত করা যায়নি। ঘটনার তদন্ত চলছে।’’

পুলিশ জানিয়েছে, গঙ্গার ধারে যে জায়গায় ওই শিশু দু’টি পড়েছিল সেখানে কিংবা তার আশপাশে কোনও সিসি ক্যামেরা নেই। তবে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত নাদিয়াল থানা এলাকার বিভিন্ন

রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এক আধিকারিকের কথায়, ‘‘রবিবার গভীর রাত থেকে সোমবার সকালের মধ্যে ওই শিশু দু’টিকে ফেলে যাওয়া হয়েছে। নার্সিংহোম বা হাসপাতালের বেডে যেমন সবুজ রঙের মোটা কাপড় থাকে, তেমন কাপড়েই শিশু দু’টিকে মোড়া হয়েছিল।’’ পুলিশ জানিয়েছে, শিশু দু’টিকে ফেলতে কেউ গাড়ি নিয়ে এসেছিল কি না, আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ থেকে তা দেখার চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যার পরে ওই ইটভাটা লাগোয়া এলাকায় সমাজবিরোধীদের আড্ডা বাড়ে। ফলে রিভার সাইড রোডে পুলিশি নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন তাঁরা। লালবাজারের এক কর্তা বলেন, ‘‘রিভার সাইড এলাকায় নিরাপত্তার তদারকিতে পুলিশ থাকবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Child Death Nadial Crime
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE