Advertisement
১১ মে ২০২৪

ক্ষতিকর নয় আপেলে থাকা মোম

মোমের আস্তরণটা কী? উত্তরে অতীনবাবু ২০০৮ সালে কেন্দ্রীয় সরকার প্রকাশিত একটি বিজ্ঞপ্তি দেখিয়ে জানান, কেন্দ্রের এক বিশেষজ্ঞ দল দু’বছর ধরে ওই মোম নিয়ে পরীক্ষা চালিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জুন ২০১৮ ০২:৫৭
Share: Save:

আপেলে প্রাকৃতিক মোমের আস্তরণ মানবদেহের পক্ষে ক্ষতিকর নয়। তাই এই ধরনের আপেল বিক্রির বিরুদ্ধে আপাতত অভিযান চালানোর প্রয়োজন নেই। সোমবার এ কথা জানিয়ে দিলেন মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ। দিন কয়েক আগে পাতিপুকুরে একটি ফলের দোকানে মোমের আস্তরণ দেওয়া আপেল বিক্রির অভিযোগ উঠেছিল। তার পরেই ওই আপেলের নমুনা নিয়ে আসা হয় পুরসভার পরীক্ষাগারে। এ দিন সেখান থেকে পাওয়া রিপোর্টে বলা হয়েছে, ওই আপেলে মোম বলে যা মিলেছে, তা প্রাকৃতিক। পেট্রোলিয়ামজাত পদার্থ থেকে তৈরি নয়। তাই ওই আপেলে নিশ্চিন্তে খাওয়া যেতে পারে বলে জানান অতীনবাবু।

কিন্তু মোমের আস্তরণটা কী? উত্তরে অতীনবাবু ২০০৮ সালে কেন্দ্রীয় সরকার প্রকাশিত একটি বিজ্ঞপ্তি দেখিয়ে জানান, কেন্দ্রের এক বিশেষজ্ঞ দল দু’বছর ধরে ওই মোম নিয়ে পরীক্ষা চালিয়েছে। তার পরেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ওই প্রাকৃতিক মোম খাওয়ায় অসুবিধা নেই। গেজেটে আরও বলা হয়েছে, ভিটামিন ওষুধ ও চকলেটেও এই ধরনের প্রাকৃতিক মোম থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Wax Apples
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE