Advertisement
২৭ এপ্রিল ২০২৪

সাঁতরাগাছি সেতু মেরামতির জন্য তীব্র যানজট

যতটা আশঙ্কা করা হয়েছিল, তার কিছুটা আঁচ মিলল প্রথম দিনই। রবিবার থেকে শুরু হয়েছে সাঁতরাগাছি সেতু মেরামতি। হাওড়া থেকে জাতীয় সড়ক যাওয়ার লেন খোলা রেখে বিপরীত লেনের কাজ শুরু হয় এ দিন।

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৬ ০০:৪২
Share: Save:

যতটা আশঙ্কা করা হয়েছিল, তার কিছুটা আঁচ মিলল প্রথম দিনই। রবিবার থেকে শুরু হয়েছে সাঁতরাগাছি সেতু মেরামতি। হাওড়া থেকে জাতীয় সড়ক যাওয়ার লেন খোলা রেখে বিপরীত লেনের কাজ শুরু হয় এ দিন। যান নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন হাওড়া সিটি পুলিশের কর্তারা। যানজট প্রথম দিকে তীব্র আকার নেয়নি। ওই সেতু দিয়ে বিকেল সাড়ে তিনটে নাগাদ নির্বিঘ্নেই যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। কিন্তু সন্ধ্যা ৭টার পরে পাল্টে যায় ছবিটা। পুলিশ জানায়, প্রচুর পিকনিকের বাস ও দূরপাল্লার বাস ঢুকে পড়ায় সেতুর দু’দিকে প্রায় ৩-৪ কিমি এলাকা তীব্র যানজটের কবলে পড়ে। তা সামলাতে কার্যত নাজেহাল হয় পুলিশ। শেষে কিছু বাসকে সলপ মোড় ও আন্দুল মোড় দিয়ে ঘুরিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

santragachi bridge traffic
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE