Advertisement
E-Paper

গ্রামবংলার লৌকিক জীবন ও নিসর্গ

সমকালীন ভাস্কর্যে মৃণালকান্তি গায়েন নতুন আঙ্গিক তৈরি করেছেন। এই শিল্পী গ্রামবাংলার লৌকিক জীবন ও নিসর্গকে রূপ দিচ্ছেন সারল্যময় এক ব্যতিক্রমী ভাষায়। ভাস্কর্যে জল, জলের জীবন, জলের ভিতর প্রতিবিম্ব ইত্যাদিকে ত্রিমাত্রিকতায় রূপায়িত করার শিল্পসৌকর্য এর আগে খুব বেশি দেখা যায়নি। শৈশব, কৈশোর কেটেছে নদী-নালা অধ্যুষিত সুন্দরবন অঞ্চলে।

মৃণাল ঘোষ

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৪ ০০:০১

সমকালীন ভাস্কর্যে মৃণালকান্তি গায়েন নতুন আঙ্গিক তৈরি করেছেন। এই শিল্পী গ্রামবাংলার লৌকিক জীবন ও নিসর্গকে রূপ দিচ্ছেন সারল্যময় এক ব্যতিক্রমী ভাষায়। ভাস্কর্যে জল, জলের জীবন, জলের ভিতর প্রতিবিম্ব ইত্যাদিকে ত্রিমাত্রিকতায় রূপায়িত করার শিল্পসৌকর্য এর আগে খুব বেশি দেখা যায়নি। শৈশব, কৈশোর কেটেছে নদী-নালা অধ্যুষিত সুন্দরবন অঞ্চলে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি গড়ে তুলেছেন একান্ত নিজস্ব ব্যতিক্রমী এক রূপরীতি। আইসিসিআর-এ অনুষ্ঠিত হল ‘কনট্যুর্স’ শিরোনামে তাঁর একক প্রদর্শনী। ব্রোঞ্জ, টেরাকোটা ও সিরামিকসের রচনায় তিনি রূপায়িত করেছেন সজল প্রকৃতিবেষ্টিত বাংলার লৌকিক জীবনকে।


প্রদর্শনী

চলছে

সিমা: গণেশ পাইন ২২ নভেম্বর পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: রতন দাস, কোয়েল পাল প্রমুখ কাল শেষ।

অ্যাকাডেমি: চিন্ময় মুখোপাধ্যায়, কুন্তল দত্ত ৩ নভেম্বর পর্যন্ত।

রাজীব দেয়াশী ৩ নভেম্বর পর্যন্ত।

mrinal ghosh art exhibition
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy