Advertisement
০২ মে ২০২৪

পথে বেরোলেই উড়ে আসছে কটূক্তি

ছাত্রীদের অভিযোগ, কিছু যুবক প্রায়ই পথেঘাটে তাঁদের হেনস্থা করছে। দেশের নানা প্রান্তে যে ভাবে মেয়েদের উপরে অত্যাচারের ঘটনা ঘটছে, তাতে এই পরিস্থিতিতে নিরাপত্তার অভাব বোধ করছেন বলে জানান ছাত্রীরা।

দাবি: নিরাপত্তা চান ওঁরা। ছবিটি তুলেছেন নির্মল বসু

দাবি: নিরাপত্তা চান ওঁরা। ছবিটি তুলেছেন নির্মল বসু

নিজস্ব সংবাদদাতা 
বসিরহাট শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ ০৭:৪০
Share: Save:

রাতে রাস্তায় বেরোলে বিরক্ত করছে বাইক আরোহী যুবকের দল। কখনও হাত, কখনও ওড়না ধরে টানাটানি করছে। খারাপ প্রস্তাব দিচ্ছে ফোনে। নিরাপত্তার দাবিতে তাই পুলিশের দ্বারস্থ হলেন বসিরহাটের কিছু স্কুল-কলেজের ছাত্রী। শুক্রবার থানায় গিয়ে পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলেন তাঁরা। পাশাপাশি, মেয়েদের মধ্যে সচেতনতা বাড়াতে একটি মিছিল করার অনুমতিও চাওয়া হয়েছে।

ছাত্রীদের অভিযোগ, কিছু যুবক প্রায়ই পথেঘাটে তাঁদের হেনস্থা করছে। দেশের নানা প্রান্তে যে ভাবে মেয়েদের উপরে অত্যাচারের ঘটনা ঘটছে, তাতে এই পরিস্থিতিতে নিরাপত্তার অভাব বোধ করছেন বলে জানান ছাত্রীরা।

কয়েক জন কলেজ ছাত্রী জানান, দিন কয়েক আগে বসিরহাটের ইছামতী সেতুর উপরে দুই বাইক আরোহী তাঁদের সঙ্গে খারাপ আচরণ করে। হাত ধরে টানে। ওড়না কেড়ে নেয়। প্রতিবাদ করলে ধাক্কা মেরে ফেলে দেয়। এক সিভিক ভলান্টিয়ারকে বিষয়টি জানালে ওই যুবকেরা তাঁদের হুমকিও দেয়।

দ্বাদশ শ্রেণির এক ছাত্রী বলে, ‘‘গৃহশিক্ষকের কাছে পড়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায়ই রাত হয়ে যায়। রাস্তায় বাইক আরোহী কয়েক জন যুবক আমাদের নানা ভাবে হেনস্থা করে। আপত্তিকর মন্তব্য শুনতে হয়। বিশেষ করে ইছামতী সেতুর উপরে এই ঘটনা বেশি হচ্ছে। আমরা চাই এদের ধরে শাস্তি দেওয়া হোক।’’

নিরাপত্তার অভাব নিয়ে ছাত্রীরা একত্রিত হয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদে সরব হয়েছেন। তবে তাতেও ভয় কাটেনি। ছাত্রীরা চাইছেন, সকলকে সচেতন করতে একটি মিছিল করবেন। পুলিশ জানিয়েছে, রাতে এলাকায় নিয়মিত নজরদারি চলছে। রাতে শহরে ৬টি মোটর বাইক এবং ৪টি গাড়িতে টহলদারি চলে। ইছামতী সেতু, পার্ক, বিভিন্ন দফতর, স্কুল ও কলেজের সামনে, বিভিন্ন নির্জন এলাকায় নজরদারি থাকে। তবে ছাত্রীদের অভিযোগের পরে বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police Basirhat Eve Teasing Students
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE