Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দেহের উপর দিয়ে গেল তিনটি ট্রেন

বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে হাসনাবাদ-টাকির  মাঝে। রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধা রেললাইন ধরে হাসনাবাদের দিক থেকে টাকি স্টেশনের দিকে যাচ্ছিলেন। দুপুর  সাড়ে  ১১টা নাগাদ শিয়ালদহ থেকে হাসনাবাদগামী ট্রেনে কাটা পড়েন তিনি।

দুর্ঘটনার-পরে: তখনও লাইনের উপর থেকে সরেনি দেহ। নিজস্ব চিত্র

দুর্ঘটনার-পরে: তখনও লাইনের উপর থেকে সরেনি দেহ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
হাসনাবাদ শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ০৪:৫৭
Share: Save:

ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। রেল লাইনের উপরে পড়ে থাকা ছিন্নভিন্ন সেই দেহের উপর দিয়ে চলে গেল তিনটি ট্রেন। ছড়িয়ে ছিটিয়ে পড়ল দেহাংশ।

বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে হাসনাবাদ-টাকির মাঝে। রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধা রেললাইন ধরে হাসনাবাদের দিক থেকে টাকি স্টেশনের দিকে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১১টা নাগাদ শিয়ালদহ থেকে হাসনাবাদগামী ট্রেনে কাটা পড়েন তিনি। জানতে পেরে হাসনাবাদ স্টেশনের রেল পুলিশ ঘটনাস্থলে আসে। তবে দেহ সরানোর ডোম ছিল না সঙ্গে। রেল পুলিশের সামনে দিয়েই বৃদ্ধার দেহের উপর দিয়ে চলে যায় আরও তিনটি ট্রেন। হাসনাবাদ স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বে দুর্ঘটনাটি ঘটেছে। দেহ সরাতে এত সময় লাগল কেন, সে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন। এক রেল পুলিশকর্মী জানান, বারাসত থেকে ডোম এসে দেহ সরান। তিনি দেরি করেছিলেন। তাই রেল পুলিশের কিছু করার ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১টা নাগাদ দেহ সরানো হয়। ততক্ষণে দেহের বিভিন্ন অংশ লাইনে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে।

মহিলার পরিচয় জানার চেষ্টা করছে রেল পুলিশ। স্থানীয় বাসিন্দা কমলা মণ্ডল, পরিমল বিশ্বাসের দাবি, বৃদ্ধাকে রেল লাইনের উপরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। ট্রেন আসছে দেখেও তিনি সরেননি। লাইনের উপর থেকে সরে যাওয়ার আমরা চিৎকার করি। উনি তাতেও সরেননি। বরং হঠাৎ করে লাইনের উপরে শুয়ে পড়েন। বৃদ্ধা আত্মঘাতী হয়েছেন বলেই অনুমান। দেহ পাঠানো হচ্ছে ময়নাতদন্তে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Dead Body Train
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE