Advertisement
২৬ এপ্রিল ২০২৪
bardhaman

বর্ধমানে ৬৫ কেজি বাজি বাজেয়াপ্ত করল পুলিশ

মেহেদি বাগান, পার্কাস মোড়, তেঁতুলতলা বাজার, রাজগঞ্জ বাজার ও তেলিপুকুরে তল্লাশি চালিয়ে উদ্ধার কর হয় বাজি।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ২০:৪১
Share: Save:

বৃহস্পতিবার সন্ধ্যায় ও রাতে বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বাজি উদ্ধার করে পুলিশ। তল্লাশি চালানো হয় মেহেদি বাগান, পার্কাস মোড়, তেঁতুলতলা বাজার, রাজগঞ্জ বাজার ও তেলিপুকুরে। বাজেয়াপ্ত করা হয় ৬৫ কেজি বিভিন্ন রকমের বাজি। পুলিশ শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে তোলে।

চিকিৎসকরা বারবার বলছেন, দূষণ কোভিড পরিস্থিতিকে আরও খারাপ অবস্থায় নিয়ে যেতে পারে। করোনা প্রকোপের মধ্যে তাই বাজি পোড়াতে নিষেধ করেছে প্রশাসনও। সেই নির্দেশ মেনেছেন বেশিরভাগ মানুষই। কিন্তু তার মধ্যে থেকেও কোথাও কোথাও শোনা গিয়েছে বাজির শব্দ। তবে কড়া ছিল প্রশাসন। পুলিশের সেই কড়া মনোভাবের ফল দেখা গেল বর্ধমানে।

আরও পডুন: পরিবেশ বাঁচাতে ত্রাতা আদালত, ছট পুজো হল না সুভাষ এবং রবীন্দ্র সরোবরে

দুর্গাপুজোর আগে থেকেই পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাজির বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে। কালীপুজোর পরে তল্লাশি চালিয়ে আবার উদ্ধার করা হল বাজি।

আরও পডুন: গামলার জলে সূর্য পুজো, ছট পালনে নয়া নজির বীরভূমে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Burdwan district news
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE