Advertisement
১১ মে ২০২৪

বাসের ধাক্কা ম্যাটাডরে, মৃত তিন

যাত্রীবোঝাই বাসের সঙ্গে ম্যাটা়ডরের মুখোমুখি ধাক্কায় প্রাণ হারালেন তিন জন। তিন জনেই ম্যাটাডরে ছিলেন। বৃহস্পতিবার রাতে ১০টা নাগাদ মেমারি-সাতগেছিয়া রোডে কামালপুর ক্যানেল বাঁধের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃত বুদ্ধদেব দাস (৩০), রবি রুইদাস (৪০) ও শিবু মুর্মু (৩০) তিন জনেই মেমারির বামুনপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

দুমড়ে গিয়েছে দুটি গাড়িই।— নিজস্ব চিত্র।

দুমড়ে গিয়েছে দুটি গাড়িই।— নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫৮
Share: Save:

যাত্রীবোঝাই বাসের সঙ্গে ম্যাটা়ডরের মুখোমুখি ধাক্কায় প্রাণ হারালেন তিন জন। তিন জনেই ম্যাটাডরে ছিলেন। বৃহস্পতিবার রাতে ১০টা নাগাদ মেমারি-সাতগেছিয়া রোডে কামালপুর ক্যানেল বাঁধের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃত বুদ্ধদেব দাস (৩০), রবি রুইদাস (৪০) ও শিবু মুর্মু (৩০) তিন জনেই মেমারির বামুনপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ৯টা নাগাদ মেমারি বাসস্ট্যান্ড থেকে ওই রুটের শেষ বাস হিসেবে রওনা দেয় বাসটি। কয়েক মাইল যাওয়ার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি অত্যন্ত দ্রুত রাস্তার ডান দিকে চলে যায়। উল্টো দিক থেকে আসছিল ম্যাটাডরটি। গতি সামলাতে না পেরে বাসটি গিয়ে ধাক্কা দেয় সেটিকে। ঘটনাস্থলেই মারা যান ম্যাটাডর চালক শিবু। বাকি দু’জনকে স্থানীয় বাসিন্দারা প্রথমে পাহাড়হাটি গ্রামীণ হাসপাতাল, সেখান থেকে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। রাত ১১টা নাগাদ বর্ধমান মেডিক্যালেও নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানেই মারা যান তাঁরা। জখম পাঁচ বাস যাত্রীকে মেমারি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনার পরে বাসের চালকের অবশ্য খোঁজ মেলেনি। যাত্রীরা অসহায় ভাবে বসে ছিলেন রাস্তায়। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারাই তাঁদের পাঠানোর ব্যবস্থা করেন।

মৃতদের পরিবার সূত্রে জানা যায়, সাতগাছিয়ায় জিনিসপত্র পরিবহণের কাজে ম্যাটাডোর নিয়ে গিয়েছিলেন ওই তিন জন। প্রতিদিনই নানা সামগ্রী সরবরাহ করতে গাড়ি নিয়ে যান তাঁরা। এ দিন ঘরের ছেলেরা ফিরবে না ভাবেননি তাঁরা। বাস এবং ম্যাটাডোরটিকে আটকে রেখেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bus matador
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE