Advertisement
২৬ এপ্রিল ২০২৪

প্রার্থী দেবে কংগ্রেসই, দাবি নেতার

নির্দল প্রার্থী নয়, দলীয় প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস —সোমবার এমনই দাবি করলেন জেলা কংগ্রেসের সভাপতি আভাস ভট্টাচার্য। তিনি জানান, প্রার্থী এলাকার হোন, বা বাইরের তিনি কংগ্রেস পরিবারেরই লোক হবেন।

কালনা শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৬ ০০:৫৪
Share: Save:

নির্দল প্রার্থী নয়, দলীয় প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস —সোমবার এমনই দাবি করলেন জেলা কংগ্রেসের সভাপতি আভাস ভট্টাচার্য। তিনি জানান, প্রার্থী এলাকার হোন, বা বাইরের তিনি কংগ্রেস পরিবারেরই লোক হবেন। দলের সদস্যও হবেন। তবে নাম ঘোষণা আর কবে হবে, তা নির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি। আভাসবাবু শুধু জানান, জেলায় কংগ্রেস ৫টি কেন্দ্রে লড়বে। যার মধ্যে শিল্পাঞ্চলে দুর্গাপুর পশ্চিম, কুলটি এবং আসানসোল কেন্দ্র রয়েছে। আর গ্রামীণ এলাকায় দল প্রার্থী দেবে কাটোয়া এবং পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রে। তাঁর দাবি, সোমবার রাতেই প্রার্থীদের নাম দিল্লিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকেই ঘোষণা হবে তালিকা। পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রে জোটের বোঝাপড়ায় কংগ্রেস প্রার্থী দেবে জানার পরেই স্থানীয় সিপিএম নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। দলীয় সূত্রের খবর, কর্মীরা উপরমহলে জানান, তৃণমূলের মন্ত্রী স্বপন দেবনাথের বিরোধী আসনটি কংগ্রেসকে ছাড়া মানে শাসক দলকেই সুবিধে করে

দেওয়া। সেক্ষেত্রে কর্মীদের লড়াইয়ের মনোবল ভেঙে যাবে বলেও তাঁরা দাবি করেন। অনেকে নির্দল প্রার্থী দাঁড় করানোর দাবিও তোলেন। দাবিটি সিপিএমের রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও তাঁদের দাবি। এ দিন পূর্বস্থলীর এক সিপিএম নেতা বলেন, ‘‘আমাদের কথা জানিয়েছি। এখন যত তাড়াতাড়ি প্রার্থী ঘোষণা হয় ততই মঙ্গল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

congress leader
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE