Advertisement
০৭ মে ২০২৪
Dacoity

মুখে কালি, মাথায় পাগড়ি পরে লুট

গলসি বাজারের ওই দোকান মালিকের অভিযোগ, তালা ও শাটার ভেঙে দোকানে ঢুকেছিল দুষ্কৃতীরা। কয়েক লক্ষ টাকা ও অনেক সোনা নিয়ে চম্পট দিয়েছে তারা।

গলসি বাজার এলাকায় গয়নার দোকানে তদন্তে পুলিশ। নিজস্ব চিত্র

গলসি বাজার এলাকায় গয়নার দোকানে তদন্তে পুলিশ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
গলসি শেষ আপডেট: ০২ মার্চ ২০২০ ০২:০১
Share: Save:

মাথায় পাগড়ি ও মুখে কালি মেখে গয়নার দোকানে লুটপাট চালাল এক দল দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজ দেখে যাতে তাদের চিহ্নিত করা না যায়, সে জন্যই গলসিতে দুষ্কৃতীরা এই কৌশল নেয় বলে মনে করছে পুলিশ। তবে লুটপাট চালানোর সঙ্গে দোকানের সিসি ক্যামেরাগুলিও ভাঙচুর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

গলসি বাজারের ওই দোকান মালিকের অভিযোগ, তালা ও শাটার ভেঙে দোকানে ঢুকেছিল দুষ্কৃতীরা। কয়েক লক্ষ টাকা ও অনেক সোনা নিয়ে চম্পট দিয়েছে তারা। পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘বাজারের সিসিটিভি ফুটেজগুলি থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে মাথায় পাগড়ি ও মুখে কালি লাগিয়ে এসেছিল দুষ্কৃতীরা। তবে তদন্ত চলছে। দুষ্কৃতীরা ধরা পড়বে।’’

গলসি বাজারে একটি মার্কেট কমপ্লেক্সে রয়েছে শিড়রাই গ্রামের বাসিন্দা শেখ রহমত আলির ওই গয়নার দোকানটি। দোকানের বাইরে ও ভিতরে একাধিক সিসি ক্যামেরা বসানো ছিল। ওই কমপ্লেক্স ও বাজারের বিভিন্ন মোড়েও ক্যামেরা রয়েছে। এক নিরাপত্তারক্ষী রাতে মার্কেট পাহারা দেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ দিন সকালে তাঁদের কয়েকজন এসে দেখেন, গয়নার দোকানে তালা ও শাটার ভাঙা। রহমতকে তাঁরা খবর দেন। মালিকের এক ছেলে শেখ মারুফের অভিযোগ, ‘‘শনিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। সকালে খবর পাই, দোকানে চুরি হয়েছে। ভল্ট ভেঙে টাকা ও সোনা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।’’

পুলিশ জানায়, ওই নিরাপত্তারক্ষীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দোকানের ভাঙা সিসি ক্যামেরাগুলি থেকে তেমন কোনও তথ্য না পেলেও মার্কেট কমপ্লেক্স ও ও বাজারের নানা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। সেগুলিতে দেখা গিয়েছে, খালি পায়ে এসেছিল ৭-৮ জন দুষ্কৃতী। তাদের কাছে অস্ত্রশস্ত্র ছিল। সকলেই মাথায় পাগড়ি, মুখে কালি লাগিয়ে এসেছিল। জেলার পুলিশ সুপার (পূর্ব বর্ধমান) ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘চুরির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dacoity Galsi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE