Advertisement
১০ মে ২০২৪
TMC

হিন্দিতে দেওয়াল লিখন, ফ্লেক্স ছেঁড়া নিয়ে তরজা

কোথাও ফ্লেক্স ছেঁড়া, আবার কোথাও হিন্দিতে দেওয়াল লিখন— জে পি নড্ডার কর্মসূচির ঠিক আগে এ সব নিয়ে তৃণমূল-বিজেপির চাপান-উতোর তৈরি হল কাটোয়া ও বর্ধমানে।

বাঁ দিকে, বর্ধমানে ছেঁড়া ব্যানার। ডান দিকে, কাটোয়ার দেওয়ালে। নিজস্ব চিত্র।

বাঁ দিকে, বর্ধমানে ছেঁড়া ব্যানার। ডান দিকে, কাটোয়ার দেওয়ালে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান ও কাটোয়া শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ০২:৪২
Share: Save:

কোথাও ফ্লেক্স ছেঁড়া, আবার কোথাও হিন্দিতে দেওয়াল লিখন— জে পি নড্ডার কর্মসূচির ঠিক আগে এ সব নিয়ে তৃণমূল-বিজেপির চাপান-উতোর তৈরি হল কাটোয়া ও বর্ধমানে।

শনিবার বিকেলে বর্ধমানের বীরহাটা ঘড়ি মোড় থেকে কার্জন গেট চত্বর পর্যন্ত রোড-শো করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নড্ডা। তার আগে, শুক্রবার রাত থেকে শহরের জিটি রোড, বিসি রোডে লাগানো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ বেশ কিছু ফ্লেক্স, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের। দলের নেতাদের দাবি, বিজেপির কর্মীরা নিজেদের পতাকা লাগানোর সময়ে এই কাজ করেছে। এ নিয়ে পুলিশে অভিযোগও করে তৃণমূল।

তৃণমূলের ব্যানার, ফেস্টুন ছেঁড়ার অভিযোগ মানতে চায়নি বিজেপি। দলের নেতা কল্লোল নন্দনের পাল্টা অভিযোগ, সর্বভারতীয় সভাপতির আসার জন্য তাঁদের লাগানো পতাকা, ব্যানার তৃণমূল কর্মীরা ছিঁড়ে দিয়েছে। তবে তাঁরা কোনও লিখিত অভিযোগ করেননি বলে জানান।

এ দিন কাটোয়ার মুস্থুলিতে নড্ডার সভায় যাওয়ার রাস্তার ধারে কিছু জায়গায় রাজ্য সরকারের নানা প্রকল্পের নাম লিখে তার পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম হিন্দিতে লেখা দেখা যায়। দাঁইহাট চৌরাস্তা মোড়, মুস্থুলির সভামঞ্চের কাছে এমন দেওয়াল লিখন দেখা যায়। বিজেপি কর্মী অসীম মণ্ডল, সুজয় দত্তদের দাবি, ‘‘দাঁইহাট চৌরাস্তায় গাড়ি থেকে নেমে এসটিকেকে রোড ধরে হেঁটে সভামঞ্চের দিকে যাচ্ছিলাম। তখন কয়েক জায়গায় হিন্দিতে তৃণমূলের দেওয়াল লিখন দেখতে পেয়ে অবাক হয়েছি। এর আগে এলাকায় কোথাও হিন্দিতে দেওয়াল লিখন বা প্রচার দেখিনি।’’

পূর্ব বর্ধমান জেলা (কাটোয়া) বিজেপির সভাপতি কৃষ্ণ ঘোষ দাবি করেন, ‘‘একের পরে এক তৃণমূল নেতা আমাদের দলে যোগদান করছেন। তাই হয়তো হিন্দিতে দেওয়াল লিখে আরও কেউ যোগ দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন।’’ কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের পাল্টা দাবি, ‘‘জে পি নড্ডা-সহ হিন্দিভাষী বিজেপি নেতারা বাংলা জানেন না। এখানকার মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি, সে কথা তাঁদের বুঝিয়ে দিতেই আমাদের কর্মীরা হিন্দিতে দলনেত্রীর নাম লিখে প্রচার করেছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE