Advertisement
২৬ এপ্রিল ২০২৪
India-China

সেনার উপরে হামলার প্রতিবাদ, মিছিল

বৃহস্পতিবার বর্ধমান শহরের ভাতছালায় বেশ কিছু চিনা বৈদ্যুতিন সামগ্রী রাস্তায় ফেলে ভেঙে বিক্ষোভ জানানো হয়। চিনা সামগ্রী বর্জনের ডাক দেন একাংশ বাসিন্দা।

নিজস্ব প্রতিবেদন
কাটোয়া শেষ আপডেট: ১৯ জুন ২০২০ ০১:১৯
Share: Save:

ভারতীয় জওয়ানদের উপরে চিনা সেনাবাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ, মোমবাতি মিছিল হল জেলার নানা জায়গায়। বৃহস্পতিবার বর্ধমান শহরের ভাতছালায় বেশ কিছু চিনা বৈদ্যুতিন সামগ্রী রাস্তায় ফেলে ভেঙে বিক্ষোভ জানানো হয়। চিনা সামগ্রী বর্জনের ডাক দেন একাংশ বাসিন্দা। বিকেলে কার্জনগেটে বীর সেনাদের আত্মার শান্তি কামনায় মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান আরএসএস-এর কর্মীরা। মন্তেশ্বরে বিজেপির ১৪ নম্বর মণ্ডলের তরফে বাজার দলীয় কার্যালয় থেকে একটি মোমবাতি মিছিল বার করা হয়। যুব মোর্চার পক্ষ থেকেও মালডাঙা বাজারে একটি মোমবাতি মিছিল করা হয়।

কাটোয়া শহরের স্টেশন বাজারে দলীয় কার্যালয়ের সামনে মোমবাতি জ্বালিয়ে নিহত জওয়ানদের শ্রদ্ধা জানায় তৃণমূল। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সামাজিক দূরত্ব মেনে কর্মসূচি চলে। ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাটোয়া আদালত চত্বরেও সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও চিনের হামলার বিরোধিতা করে মৌন মিছিল করে ল-ক্লার্কদের সংগঠন।

গুসকরা শহর তৃণমূল এবং আউশগ্রাম ১ ব্লক তৃণমূলের উদ্যোগেও গুসকরা শহরে বিক্ষোভ মিছিল করা হয়। উপস্থিত ছিলেন আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, আউশগ্রাম ১ ব্লক তৃণমূল সভাপতি শেখ সালেক রহমান। গুসকরা শহর তৃণমূল সভাপতি কুশল মুখোপাধ্যায় জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্ষোভ করা হয়েছে। মিছিলটি গুসকরা শহর পরিক্রমা করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India China Galwan Valley Burdwan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE