Advertisement
০২ মে ২০২৪

মন্তেশ্বরে তৃণমূলের দখলে সব পঞ্চায়েত

শিবরাত্রির সলতের মতো কোনও রকমে একটি পঞ্চায়েতেই দখলে ছিল বামেদের। দলবদলের ফলে মন্তেশ্বর ব্লকের সেই বাঘাসন পঞ্চায়েতটিও এ বার হারাতে চলেছে বামেরা। শনিবার বিকেলে মালডাঙা বাসস্ট্যান্ডের কাছে একটি সভায় পঞ্চায়েতের পাঁচ সিপিএম সদস্য যোগ দিলেন তৃণমূলে।

নিজস্ব সংবাদদাতা
মন্তেশ্বর শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৪১
Share: Save:

শিবরাত্রির সলতের মতো কোনও রকমে একটি পঞ্চায়েতেই দখলে ছিল বামেদের। দলবদলের ফলে মন্তেশ্বর ব্লকের সেই বাঘাসন পঞ্চায়েতটিও এ বার হারাতে চলেছে বামেরা। শনিবার বিকেলে মালডাঙা বাসস্ট্যান্ডের কাছে একটি সভায় পঞ্চায়েতের পাঁচ সিপিএম সদস্য যোগ দিলেন তৃণমূলে।

মন্তেশ্বর ব্লকে রয়েছে ১৩টি পঞ্চায়েত। পঞ্চায়েত ভোটে তৃণমূল পায় ১০টি পঞ্চায়েত। গত বিধানসভা নির্বাচনেও তৃণমূলই মন্তেশ্বর বিধানসভার দখল নেয়। তারপরেই বামেদের দখলে থাকা জামনা ও দেনুর পঞ্চায়েতটি দখল করে তৃণমূল। গত পঞ্চায়েত ভোটে বাঘাসনের ১৭টি আসনের মধ্যে ১১টি পায় বামেরা। ছ’টি যায় তৃণমূলের দখলে। তৃণমূল সূত্রের খবর, সম্প্রতি সম্পদ পোড়েল, কালাচাঁদ দাস, রুপালি সাঁতরা, নাড়ু দাস এবং পঞ্চায়েতের প্রধান টুম্পা মণ্ডল যোগাযোগ শুরু করেন। এ দিন ওই পাঁচ জনের সঙ্গে বেশ কয়েক জন অনুগামীও তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। সপ্তাহ খানেক আগে এই পঞ্চায়েতের উপপ্রধান কাবলু মণ্ডলও পদত্যাগ করেছেন।

এ দিন টুম্পাদেবীরা দাবি করেন, ‘‘সিপিএমে থেকে এলাকার উন্নয়ন করা যাচ্ছিল না। মুখ্যমন্ত্রীর কাজ দেখে আমরা উদ্বুদ্ধ।’’ বিধায়ক সজল পাঁজা বলেন, ‘‘এখন বাঘাসন দখল শুধু সময়ের অপেক্ষা।’’ সিপিএমের মেমারি ২ জোনাল কমিটির তরফে জানানো হয়েছে, দলবদল কেন হল, তার খোঁজ নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Panchayat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE