Advertisement
২৬ এপ্রিল ২০২৪

তৃণমূলে যোগ

সিপিএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তিন পঞ্চায়েত সদস্য। মঙ্গলবার হুগলির মশাট পঞ্চায়েতের ঘটনা। সিপিএম পরিচালিত পঞ্চায়েতের আসন ১৬টি। দলগত অবস্থান ছিল সিপিএম ১১, তৃণমূল ৪, কংগ্রেস ১। এ দিন কংগ্রেসের একমাত্র সদস্য ও সিপিএমের দু’জন দল পরিবর্তন করায় তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হল ৭। সিপিএম ৯। প্রধান ও উপপ্রধান সিপিএমের থাকলেও তৃণমূল সদস্যরাই সঞ্চালক হবেন।

নিজস্ব সংবাদদাতা
হুগলি শেষ আপডেট: ০৩ জুন ২০১৫ ০২:৪৯
Share: Save:

সিপিএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তিন পঞ্চায়েত সদস্য। মঙ্গলবার হুগলির মশাট পঞ্চায়েতের ঘটনা। সিপিএম পরিচালিত পঞ্চায়েতের আসন ১৬টি। দলগত অবস্থান ছিল সিপিএম ১১, তৃণমূল ৪, কংগ্রেস ১। এ দিন কংগ্রেসের একমাত্র সদস্য ও সিপিএমের দু’জন দল পরিবর্তন করায় তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হল ৭। সিপিএম ৯। প্রধান ও উপপ্রধান সিপিএমের থাকলেও তৃণমূল সদস্যরাই সঞ্চালক হবেন। উপপ্রধান বিকাশ পাল বলেন, ‘‘রাজ্য জুড়েই ওরা কেনাবেচার খেলায় নেমেছে। এ ক্ষেত্রেও তাই হয়েছে।’’ অভিযোগ অস্বীকার করে তৃণমূলের চণ্ডীতলা ১ ব্লক সভাপতি ভোলানাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘উন্নয়নের জোয়ারে সামিল হতেই তাঁরা আমাদের দলে এসেছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE